Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/tvJzmIn
ছুটির দিনে জ্বালানির দামে বড় পরিবর্তন! কলকাতায় আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/3QscywA

রবিবার, 7 মে ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। আজ দেশের একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দামে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পেট্রল ও ডিজেলের দামের স্থিতিশীল অবস্থা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে। দেশের রাজ্যেগুলিতে জ্বালানির উপর করের পরিমান আলাদা হয়ে থাকে। ফলে পেট্রল এবং ডিজেলের দামও বিভিন্ন হয়।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) , ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর মতো সরকারি মালিকানাধীন তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কের দাম অনুযায়ী রোজ জ্বালানির দাম ঘোষণা করে। প্রতিদিন সকাল 6'টায় পাবলিক সেক্টরের জ্বালানি সংস্থাগুলি ঘোষণা করে থাকে।
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম জেনে নিন
1. কলকাতা - এক লিটার পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা।2. দিল্লি - এক লিটার পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা।3. মুম্বই - এক লিটার পেট্রল 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা।4. চেন্নাই - এক লিটার পেট্রল 102.73 টাকা এবং ডিজেল 94.33 টাকা।5. বেঙ্গালুরু - এক লিটার পেট্রল 101.94 টাকা ও ডিজেল 87.89 টাকা।6. লখনউ - এক লিটার পেট্রল 96.57 টাকা এবং ডিজেল 89.76 টাকা।7. চন্ডীগড় - এক লিটার পেট্রল 96.20 টাকা ও ডিজেল 84.26 টাকা।8. হায়দরাবাদ - এক লিটার পেট্রল 109.66 টাকা ও ডিজেল 97.82 টাকা।9. পটনা - এক লিটার পেট্রল 107.95 টাকা ও ডিজেলর দাম 94.70 টাকা।10. গুরুগ্রাম - এক লিটার পেট্রল 97.93 টাকা ও ডিজেলর দাম 89.80 টাকা।আপনি চাইলে সহজেই নিজের শহরের জেনে নিতে পারেন। এর জন্য আপনাকে দেশের তেল সংস্থাগুলির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা একটি এসএমএস পাঠাতে হবে। আপনি যদি ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহক হন তাহলে আপনি 9224992249 নম্বরে আরএসপি এর পরে সিটি কোড এসএমএস করুন এবং বিপিসিএল গ্রাহক হলে আরএসপি লিখে 9223112222 নম্বরে একটি এসএমএস পাঠান।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/tvJzmIn
Leave Comments
Post a Comment