বাড়ি থেকে গাড়ি, সবেতেই বিলাসিতার ছোঁয়া! কত টাকার মালিক মহম্মদ সামি? https://ift.tt/mgITPbR - MAS News bengali

বাড়ি থেকে গাড়ি, সবেতেই বিলাসিতার ছোঁয়া! কত টাকার মালিক মহম্মদ সামি? https://ift.tt/mgITPbR

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে উজ্জ্বলতম পারফরম্যান্স করেছেন মহম্মদ সামি। মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের পারফরম্যান্সের দৌলতে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। গত রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর সামির মুখের হাসিটা আরও চওড়া হয়েছে। কারণ একটাই। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র ৪ ম্যাচে তিনি ১৬ উইকেট শিকার করেছেন। এরমধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি পাঁচ উইকেট শিকার করেন। সবমিলিয়ে মহম্মদ সামির ফ্যানেরা আপাতত যে বেজায় খুশি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকী, গুগল সার্চেও তাঁর নাম অনেকটাই উপরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেই টিম ইন্ডিয়ার এই পেস বোলারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক, মহম্মদ সামির মোট সম্পত্তির পরিমাণটা ঠিক কত?মোট সম্পত্তি এবং বার্ষিক উপার্জনসংবাদমাধ্যম সূত্রে খবর, মহম্মদ সামির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। পাশাপাশি তিনি বছরে সাত কোটি টাকার বেশি উপার্জন করেন। অর্থাৎ প্রতি মাসে তাঁর উপার্জন প্রায় ৫৫ লাখ টাকার কাছাকাছি।IPL এবং BCCI থেকে উপার্জনবর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বছরে ৬.২৫ কোটি টাকা উপার্জন করেন। এছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক আয়ের চুক্তিতে তাঁক নাম এ গ্রেডে রয়েছে। অর্থাৎ বছরে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে পাঁচ কোটি টাকা করে স্যালারি পান। গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িমহম্মদ সামির কাছে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সেগুলোর দাম মোটামুটি ১.৫ থেকে ২ কোটি টাকা ধরা যেতে পারে। এছাড়া তিনি কোনও ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলে ১ কোটি টাকা করে নিয়ে থাকেন। সামির কার কালেকশনে রয়েছে অডি, বিএমডব্লিউ ৫ সিরিজ, জাগুয়ার এফ টাইপ এবং টয়োটা ফরচুনার।ফার্ম হাউস নিয়ে আলোচনা অব্যাহতমহম্মদ সামি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও, তিনি উত্তরপ্রদেশের আমরোহা জেলা থেকে উঠে এসেছে। এছাড়া প্রায় ১৫০ বিঘা জমির উপরে তাঁর ফার্ম হাউস রয়েছে। এই সম্পত্তির দাম কমপক্ষে ১২ থেকে ১৫ কোটি টাকা তো হবেই। এই ফার্ম হাউসে বেশ কয়েকটি পিচ রয়েছে। বোলিং অনুশীলন করার জন্যই সামি এটা তৈরি করেছেন। লকডাউনের সময় সুরেশ রায়না এবং ভুবনেশ্বর কুমার এখানে অনুশীলন করতে এসেছিলেন। এছাড়া আলিনগর এলাকায় তাঁর একটা বাড়িও রয়েছে। ২০১৫ সালে স্ত্রী হাসিনের নামে এই ফার্ম হাউসের নাম রেখেছিলেন সামি।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/R4j2Kd0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads