দীপাবলিতে রানের ফুলঝুরির খোঁজে রোহিতের ভারত https://ift.tt/7OtyBmF - MAS News bengali

দীপাবলিতে রানের ফুলঝুরির খোঁজে রোহিতের ভারত https://ift.tt/7OtyBmF

মেরেকেটে সন্ধে সাতটা! চিন্নাস্বামী স্টেডিয়ামে চুটিয়ে প্র্যাক্টিস চলছে। তার মধ্যে খাঁ খাঁ প্রেস বক্স। খানিক আগে রাহুল দ্রাবিড় ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন যে নেদারল্যান্ডসকে, তাদের নিয়ে কারও কোনও আগ্রহই নেই। প্র্যাক্টিসটা অবশ্য প্রায় রাত ন'টা পর্যন্ত।বিশ্বকাপে ভারতের ম্যাচ নিয়ে যেমন উন্মাদনা গোটা দেশ জুড়ে, বেঙ্গালুরুতে তার বদল নেই। সকাল থেকে সাজো সাজো রব চিন্নাস্বামীর সামনে। টিকিটের হাহাকার, হামলে পড়া ভিড়, সবই আছে। তিকিতিকা জমানায় ধারাভাষ্যকাররা একটা কথা খুব বলতেন, 'মনে হচ্ছে, ম্যাচটায় একটা টিমই খেলছে।' শনিবারের বেঙ্গালুরুর পাল্‌স তেমনই। আজ রবিবার শুধু টিম ইন্ডিয়ার জন্যেই ভরে যাবে চিন্নাস্বামী।নিজের মাঠ নিয়ে খুব উত্তেজিত দেখাল কোচ রাহুলকে। বেঙ্গালুরু এফসি-তে খেলার সুবাদে এই শহরের 'ঘরের ছেলে' সুনীল ছেত্রীও। তাঁর স্ত্রী সোনম বললেন, 'সুনীল তো এখন এখন বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে দুবাইয়ে। ও এখানে থাকলে আমরা নিশ্চয়ই যেতাম।'বেঙ্গালুরু টগবগ করে ফুটছে ভারতের ম্যাচ ঘিরে। স্টেডিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে চার্চ স্ট্রিট। সেখানে 'আরসিবি লাউঞ্জ', 'হার্ডরক ক্যাফে,' 'মাঙ্কি পাব' উইকএন্ডে এমনিতেই জমজমাট। তার মধ্যে দীপাবলি আর ভারতের ম্যাচের ককটেলে অঞ্চলটা যেন কাঁপছে। দীপাবলির দিয়ার স্নিগ্ধতা আর মায়াবী রাতের চার্চ স্ট্রিটের মাদকতার মাঝেও কিন্তু উৎসবমুখর মনে হল না চিন্নাস্বামীকে। বরং এখানে যুদ্ধের গনগনে উত্তাপই বেশি।শনিবার দুপুরে টিম বাসে ওঠার আগে স্টেডিয়াম চত্বরে কিছু ভক্তের অটোগ্রাফের আব্দার রোহিত শর্মা মেটালেন। কিন্তু এ সব দৃশ্যে যাঁকে দেখতে অভ্যস্ত, সেই বিরাট কোহলি নিজেকে গুটিয়ে ফেলেছেন অন্য খোলসে। নিজের মনকে সম্ভবত বিশ্বজয়ের জোন থেকে বের করতে নারাজ তিনি। এ দিন অপশনাল প্র্যাক্টিসে এলেন না বিরাট। তবে শুক্রবার দেখা গিয়েছে, গ্যালারির ভক্তদের সামনে 'কিপ সেফ ডিস্ট্যান্স'-এর অদৃশ্য বোর্ড ঝুলিয়ে রেখেছেন বিরাট। কাছে আসতে দেননি কাউকে। অথচ, চিন্নাস্বামীতে 'ঘরের ছেলে'-র ভালোবাসা পান তিনি। নিজে এগিয়ে এসে এখানে সেল্ফি তোলেন সমর্থকদের সঙ্গে। এবার অন্য গল্প।আসলে কেন উইলিয়ামসনের টিমের কুশীলবরা দেখতে যতই নিরীহ হন না কেন, ভারতের কাছে তাঁরা যে নিঃশব্দ ঘাতক। ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে বিদায় থেকে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, রোহিত-বিরাটদের ব্যর্থতার কাহিনিতে সেই নিউ জিল্যান্ডই।সে সব কথা, মাথায় রেখে বিশ্রামের বিলাসিতা দেখানোর ইচ্ছে নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এ দিন প্র্যাক্টিসে প্রথম টিম কার্যত বিশ্রামে। তবে নেটে ঈশান কিষান যে ভাবে ছক্কার দোদমা ছোটাচ্ছিলেন, তাতে বোঝা গেল রিজার্ভ বেঞ্চও বিস্ফোরণের মোডে।চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক বাইশ গজ বাজির উৎসবে রানের ফুলঝুরিতে স্বাগত জানাচ্ছে বিরাট-রোহিত-সুর্যকুমারদের। রাতের দিকে নেদারল্যান্ডস ব্যাটাররাও নেটে ছক্কা ছোটালেন বটে, তবে সত্যিই রবেন-ডিপেদের দেশের ক্রিকেটারদের নিয়ে এই মুহূর্তে কোথাও কোনও চর্চা নেই।নেদারল্যান্ডস নয়, প্রতিপক্ষের নাম এখন শুধুই নিউ জিল্যান্ড। যত সময় এগোচ্ছে, শুধুই গোলা বারুদের গন্ধ। কিউয়িরাও সেই মোডে। যা কি না টের পাওয়া যায় এ দিন সকালে। স্টেডিয়ামের মধ্যে মূল মাঠের কয়েকশো গজের মধ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রীতিমতো সিরিয়াস ট্রেনিং করে গেল ব্ল্যাক ক্যাপসরা।কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্ররা নেটে ঘাম ঝরালেন। আজ তাঁদের উড়ে যাওয়ার কথা মুম্বই। যার অর্থ, বেঙ্গালুরু থেকেই মিশন সেমিফাইনালের দামামা বাজাতে শুরু করে দিলেন রোহিত-রাচিনরা।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/MspSU8Z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads