Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/aUq34gk
সিদ্ধান্ত পুনর্বিবেচনা নয়, পেটিএম ইস্যুতে মুখ খুললেন RBI গভর্নর https://ift.tt/TK2piqy
যত সময় গড়াচ্ছে ততই অস্বস্তি বাড়ছে Paytm-র। ফিনটেক কোম্পানির বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ পুনর্বিবেচনার প্রশ্নই নেই। এবার তা স্পষ্ট করলেন বা RBI-র গভর্নর শক্তিকান্ত দাস। যা সংস্থার পক্ষে বড় ধাক্কা বলেই মানছে ওয়াকিবহাল মহল। সোমবার Paytm প্রশ্ন মুখ খোলেন RBI-র গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই Paytm পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। যা পুনর্মূল্যায়ণের কোনও প্রশ্নই নেই।’ উল্লেখ্য, গত সপ্তাহেই Paytm-র প্রতিষ্ঠাতা তথা CEO বিজয় কুমার শর্মা অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সেখানে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান তিনি। সেই অনুরোধ যে ধোপে টেঁকেনি, তা RBI-র গভর্নরের বক্তব্যে স্পষ্ট ধরা পড়েছে। চলতি বছরের 31 জানুয়ারি Paytm পেমেন্টস ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের শাস্তির খাঁড়া নেমে আসে। অনিয়মের অভিযোগে 29 ফেব্রুয়ারি থেকে এর সমস্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে RBI। ফলে ওই তারিখ থেকে বন্ধ হয়ে যাবে Paytm পেমেন্টস ব্যাঙ্কের UPI-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ও ডিজিটাল এভিনিউয়ের মাধ্যমে সমস্ত বেসিক পেমেন্ট সার্ভিস। শুধু তাই নয়, নতুন করে ডিপোজ়িট জমা নেওয়া ও পেমেন্ট প্রসেস করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, Paytm-র উপর শাস্তির কোপ পড়ায় ফিনটেক কোম্পানিগুলির মধ্য়ে তৈরি হয়েছে আতঙ্ক। যা নিয়ে আশ্বস্ত করেছেন RBI-র গভর্নর শক্তিকান্ত দাস। ‘ফিনটেক কোম্পানিগুলির এই নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ, এই পদক্ষেপ শুধুমাত্র একটি সংস্থার বিরুদ্ধে করা হয়েছে।’ এই প্রসঙ্গে বলেছেন RBI-র গভর্নর। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক যে ফিনটেক কোম্পানির বিরুদ্ধে নয়, তা একরকম স্পষ্ট করেছেন শক্তিকান্ত দাস। তাঁর কথায়, ‘আমরা ফিনটেকের বিকাশ চাই। কিন্তু ফিনটেক কোম্পানি ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত থাকায়, গ্রাহক ও আমানতকারীদের স্বার্থর কথা আমাদের ভাবতেই হবে। লক্ষ লক্ষ গ্রাহক ফিনটেক ওয়ালেটে টাকা রাখেন। তাঁদের স্বার্থ রক্ষাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য।’ এই পরিস্থিতিতে 29 ফেব্রুয়ারির পর Paytm-র কী হবে, তা নিয়ে ছড়াচ্ছে জল্পনা। RBI অবশ্য জানিয়ে দিয়েছে, Paytm-র UPI ব্যবহার করা যাবে। পাশাপাশি, Paytm পেমেন্টস ব্যাঙ্ক বা ওয়ালেটে যে টাকা রয়েছে, তাও ব্যবহার করতে পারবেন গ্রাহক।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/aUq34gk
Previous article
Next article
Leave Comments
Post a Comment