ডেল্টার পর ল্যাম্বডা! Covid-র নয়া প্রজাতি কতটা বিপজ্জনক? জানুন... https://ift.tt/2TlcHen - MAS News bengali

ডেল্টার পর ল্যাম্বডা! Covid-র নয়া প্রজাতি কতটা বিপজ্জনক? জানুন... https://ift.tt/2TlcHen

এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ডেল্টা (Delta) প্রজাতিকে আপাতত সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে WHO। সেখান থেকেই রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস (Delta Plus)। কেন্দ্র স্বাস্থ্য দফতর ডেল্টা প্লাস (Delta Plus) নিয়ে আলাদা ভাবে নির্দেশিকা জারি করেছে। কিছুদিন আগে বলা হচ্ছিল, করোনাভাইরাসের (CoronaVirus) একটি নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে ভারতে। যার নাম ‘ল্যাম্বডা’। গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে 'ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট' নাম দিয়েছে। ২০২০ সালে পেরুতে এই প্রজাতির প্রথম হদিশ পাওয়া যায়। পেরুতে এপ্রিল মাসে যত মানুষ সংক্রামিত হয়েছেন, তার ৮১ শতাংশ এই ল্যাম্বডা (lambda) ভ্যারিয়েন্টে। আবার চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার (lambda) উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। সেখান থেকে ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা। এই ঘোষণা করেছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই নতুন প্রজাতি যথেষ্ট উদ্বেগের বিষয়। কতটা বিপজ্জনক এই প্রজাতি (lambda)? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার এই নতুন স্ট্রেন অত্যন্ত বিপজ্জনক। কারও শরীরে এই নতুন স্ট্রেন থাকলে, অন্যদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তাছাড়া অ্যান্টিবডির তুলনায় করোনাভাইরাসকে বেশি শক্তিশালী করে তুলছে এই নতুন স্ট্রেন। তবে এখনও ‘ল্যাম্বডা’-র বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। করোনার এই নতুন ধরন নিয়ে গবেষণা চলছে। সেই গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য এলে তবেই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই নয়া স্ট্রেনে (lambda) ভ্যাকসিন কতটা কার্যকর? ল্যাম্বডার (lambda) বিরুদ্ধে লড়াই করতে হলে ভ্যাকসিন কতটা কার্যকরী, বা সুস্থ হয়ে যাওয়ার পর পরবর্তী ফল কী হতে পারে তা নিয়ে কিছুই জানা সম্ভব হয়নি। এ বিষয়ে গবেষণা চলছে। জনস্বাস্থ্য ইংল্যান্ড (PHE) বলছে যে ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া হলে সংক্রমিত হওয়ার পর হাসপাতালে ভর্তির ঝুঁকি এড়াতে পারে। অর্থাৎ PHE কোভিড ভ্যাকসিনকে কার্যকর বলে বিবেচনা করেছে। ল্যাম্বডার (lambda)লক্ষণ কী? ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS) নতুন প্রজাতির সংক্রমণের লক্ষণগুলির একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে- জ্বরের সমস্যা ক্রমাগত কাশি গন্ধ এবং স্বাদ না পাওয়া বিশেষজ্ঞদের মতে, সংক্রমিত ব্যক্তির যে কোনও একটি লক্ষণ দেখা গেলে দেরি না করে নিজেকে পরীক্ষা করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ju5YJU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads