বস্তিতেই 'হার্ড ইমিউনিটি', বিধি মানলেই Corona থেকে মুক্তি https://ift.tt/3y4ID5C - MAS News bengali

বস্তিতেই 'হার্ড ইমিউনিটি', বিধি মানলেই Corona থেকে মুক্তি https://ift.tt/3y4ID5C

এই সময় ডিজিটাল ডেস্ক: বস্তি এলাকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলেই মত অনেকের। অনেকে ভাবেন, ঘিঞ্জি এলাকাতে থাকার কারণে তাঁরাই বেশি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, সম্প্রতি বাংলাদেশের একটি সংস্থা , ঢাকা এবং চট্টগ্রামের মোট পাঁচটি বস্তি এলাকাতে সমীক্ষা চালায়। ওই সমীক্ষায় লব্ধ তথ্য অনুযায়ী, যারা বস্তিতে থাকেন তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা তুলনায় বেশি। প্রতিবেশী দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এমতাবস্থায়, সাধারণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কত তা দেখার জন্য চট্টগ্রাম এবং ঢাকা এলাকাতে সমীক্ষা করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল ডিজিস রিসারচ (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) নামে সংস্থা। তাদের পর্যবেক্ষণ, ঢাকায় ৭১ শতাংশ এবং চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে কোভিড -১৯ ()-র ‘অ্যান্টিবডি’ আছে। এই সংস্থার তরফ থেকে ডাক্তার রুবাহানা রাকিব জানান, ‘আমরা যে তথ্য পাচ্ছি, তাতে দেখা গিয়েছে যতজন এই সমীক্ষাতে অংশ নেন তার প্রায় ৬৮% মানুষের শরীরে এই প্রতিরোধ ক্ষমতা আছে। এর মধ্যে যারা বস্তি এলাকাতে বাস করেন তাদের মধ্যে ৭২% মানুষের শরীরে এবং যারা বস্তি এলাকার বাইরে থাকেন থাকেন তাদের ৬২% মানুষের শরীরে এই ক্ষমতা আছে।’ চট্টগ্রামের ২ টি এবং ঢাকার ৩টি বস্তি এলাকাতে এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষার বিষয় ছিল ‘ঢাকা এবং চট্টগ্রামে বস্তি এবং বস্তির বাইরে এলাকাতে করোনার কারণ’ (Driving Factors of Covid-19 in Slums and Non-Slum Areas of Dhaka and Chittagong) । এই সমীক্ষাতেই উঠে এসেছে যে বস্তি এলাকাতে বসবাসকারীদের মধ্যে এই ‘অ্যান্টিবডির’ উপস্থিতি তুলনায় বেশি। গত বছরের অক্টোবর মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই পাঁচটি বস্তির ২,১২৮ জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। সব মিলিয়ে সমীক্ষা চালানো হয় ৩,২২০ মানুষের ওপরে। সেখানে দেখা গিয়েছে ৭০% প্রাপ্তবয়স্ক এবং ৬৫.৫ % শিশুর শরীরে এই অ্যান্টিবডি আছে। এদের মধ্যে প্রায় ৩৫ % জনের মধ্যে করোনার লক্ষণ আছে একটি বা দুটি। যারা ঘনঘন হাত ধুচ্ছেন, মুখ বা নাকে হাত দিচ্ছেন না, যারা শারীরিক পরিশ্রম বেশি করছেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। ওই সংস্থার বিজ্ঞাণী ডা. ফিরদৌসী কাদেরি বলেন, ‘সবার শরীরে যে সমানমানের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ করার শক্তি আছে তা নয়। তাই যে টিকাকরণের কাজ চলছে তা চালিয়ে যেতেই হবে।’ তাদের সংযোজন, করোনার মোকাবিলা করার জন্য যে স্বাস্থ্যবিধি আছে, বিশেষ করে নিয়মিত মাস্ক পড়া তা, করতেই হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/361ypXH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads