বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, মৃত ৪ https://ift.tt/3xbLUA0 - MAS News bengali

বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, মৃত ৪ https://ift.tt/3xbLUA0

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মুতে ড্রোন হামলার (Jammu Drone Attack) পর এবার বিস্ফোরণ দিল্লিতে ()। মঙ্গলবার গভীর রাতে ঘটা বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। জানা গিয়েছে, একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আহতও আরও একাধিক। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজধানীর শাহাদরা এলাকার ফর্স বাজারের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগেই বিপর্যয় ঘটেছে। গ্যাস সিলিন্ডারে আগুন ধরার পর সেটি ফেটে গিয়ে গোটা বাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের নয়টি ইঞ্জিন। দমকল দফতরের আধিকারিক অতুল গর্গ জানিয়েছেন, বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লির দমকল বিভাগ। প্রসঙ্গত, বিবার ভোরে বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু বিমানবন্দর। বায়ুসেনার বিমানঘাঁটি লক্ষ্য করে IED বিস্ফোরণের ঘটনায় ব্যবহার করা হয় ড্রোন। চাঞ্চল্যকর এই ড্রোন হামলার পিছনে 'র যোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক। পাশপাশি ইঙ্গিত, সীমান্তের ওপার থেকেই উড়ে এসেছিল ড্রোন। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লস্কর-ই-তইবা এই হামলার পিছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রবিবার জম্মু বিমানবন্দরের বিস্ফোরণে দু'জন সেনা আহতও হন। এই বিস্ফোরণ ঘটাতে আরডিএক্স সহ একাধিক বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই হামলার ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র হাতে। কী ভাবে এই হামলা হল, কোথা থেকে রিমোটের মাধ্যমে ওই ড্রোন পরিচালনা করা হচ্ছিল তাই খতিয়ে দেখবে NIA। রিফ্রেশ করতে থাকুন...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jooWlb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads