Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3duj6uF
নারদে হলফনামা বিতর্কে শুনানি শেষ, রায় কি আজ? https://ift.tt/3dsG3yk
এই সময়: মাত্র ঘণ্টা দেড়েকেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শেষ হল নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নেওয়া সংক্রান্ত শুনানি। তবে পাঁচ বিচারপতির বেঞ্চ রায়দান স্থগিত রাখে। সম্ভবত, আজ, বুধবার রায় ঘোষণা হতে পারে। রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর আইনজীবীরা হলফনামা কেন জমা দেওয়া জরুরি, তা ব্যাখ্যা করেন। পাল্টা সিবিআইয়ের তরফে এ দিনও বিরোধিতা করা হয়। এক সময়ে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী এই মামলায় অভিযুক্ত নন, মানুষের জমায়েত ও ভিড়ের কারণে তাঁদের এই মামলায় যুক্ত করা হয়েছে।' যদিও শুনানির শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 'যেহেতু আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই গোটা বিষয়টিতে রাজ্যের বক্তব্য আছে। তা আদালতকে জানানো জরুরি। নিরাপত্তার বিষয়টিও রাজ্যের এক্তিয়ারভুক্ত। তা ছাড়া সিবিআই অভিযোগ করেছে, ধৃত চার নেতামন্ত্রীকে রাজ্য সাহায্য করছে। এই কথারও বিরোধিতা করছি আমরা, তাই হলফনামা জমা দেওয়া জরুরি।' বেঞ্চের সদস্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, 'এই শুনানি যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আপনাদের হলফনামা নেওয়ার ব্যাপারে আমরা আপত্তি জানানোয় আপনারা সুপ্রিম কোর্টে গেলেন। সেখান থেকে আবার মামলা ফিরল এখানে। এই বিষয়ে শুনানি বেশি দিন চলতে পারে না। সাধারণ মানুষের মধ্যে নইলে বিচার-ব্যবস্থা নিয়ে ভুল বার্তা যাবে।' মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদীর যুক্তি, 'শুধুমাত্র দেরির কারণে মামলার গুরুত্বপূর্ণ তথ্য নিতে অস্বীকার করা যায় না। এটা শুধুমাত্র বিচার স্থানান্তরের মামলা নয়। তাই সিবিআই হলফনামা জমার বিরোধিতা করতে পারে না।' সিবিআইয়ের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহেতার বক্তব্য, ১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁরা পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও এত দিন হলফনামা জমা দেননি। তাতে বিচারপতি সৌমেন সেনের পাল্টা প্রশ্ন, 'ঘটনা সম্পর্কে যে তথ্য রাজ্যের কাছে রয়েছে, তা যদি তারা জমা দেয় তাতে আপত্তি কোথায়? আর সিবিআই অভিযোগ করেছে বলেই সে দিন জমায়েতের তত্ত্বও আদালত মেনে নিতে পারে না।' যদিও সিবিআইয়ের কৌঁসুলি এর পরেও আগে হলফনামা জমা না দেওয়া নিয়ে অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, 'প্রথম থেকেই মামলায় যুক্ত থাকা সত্ত্বেও কেন এত দিন হলফনামা জমা দেননি?' অ্যাডভোকেট জেনারেল বলেন, '২৭ মে থেকে আমরা মামলায় যুক্ত। ২ জুন পর্যন্ত সিবিআই সওয়াল করেছে। আমরা ৭ জুন হলফনামা জমার আবেদন করি।' আদালত আর কথা না বাড়িয়ে শুনানি শেষ করে। সম্ভবত আজ জানা যাবে রায়।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3duj6uF
Previous article
Next article
Leave Comments
Post a Comment