দেশকে ভিক্ষুক মুক্ত করতে নয়া উদ্যোগ https://ift.tt/cSMQKe4 - MAS News bengali

দেশকে ভিক্ষুক মুক্ত করতে নয়া উদ্যোগ https://ift.tt/cSMQKe4

এই সময়, নয়াদিল্লি: দেশের ৩০টি শহরকে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে মোদী সরকার৷ অযোধ্যা থেকে শুরু করে গুয়াহাটি, ত্র্যম্বকেশ্বর থেকে তিরুবন্তপুরম — উত্তর থেকে দক্ষিণের ও পূর্ব থেকে পশ্চিমের ৩০টি শহরকে ভিখারিমুক্ত করার কেন্দ্রীয় প্রকল্প হাতে নিয়েছে মোদী সরকার। সর্বভারতীয় স্তরে এই প্রথমবার গৃহীত এই প্রকল্পে ধীরে ধীরে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবে মোদী সরকার৷ তার আগে প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৩০টি বড় শহরে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের উপরে সমীক্ষা করা হবে সরকারের পক্ষ থেকে। এই সমীক্ষায় ধর্মীয়, ঐতিহাসিক এবং পর্যটনস্থল-ভিত্তিক ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের জীবনশৈলী খতিয়ে দেখা হবে৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁদের জীবিকা ও পুনর্বাসনের উদ্যোগের প্রচেষ্টা শুরু হবে বলে সূত্রের দাবি৷ আপাতত যে শহরগুলিতে ভিক্ষুকদের সম্পর্কে সমীক্ষা শুরু হয়েছে তার মধ্যে রয়েছে অযোধ্যা, কাংড়া, ওঙ্কারেশ্বর, উজ্জয়িনী, সোমনাথ, বোধগয়া, গুয়াহাটি এবং মাদুরাই৷ একই সঙ্গে তালিকায় থাকছে বিজয়ওয়াড়া, নামসাই, কুশীনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, পুদুচেরি, ইন্দোর, কটক, মাইসুরু, তেজপুর, পঞ্চকুলা, সিমলা, অমৃতসর প্রভৃতি৷ এর পরের ধাপে দেশের মেট্রো শহর গুলিকে ভিখারীমুক্ত করার ক্ষেত্রে পদক্ষেপ করবে মোদী সরকার, দাবি সরকারি সূত্রের৷


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/4vUCJNT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads