ভিন্ন ব্লাডগ্রুপের স্ত্রী কিডনি দিলেন স্বামীকে https://ift.tt/Q6GkWb0 - MAS News bengali

ভিন্ন ব্লাডগ্রুপের স্ত্রী কিডনি দিলেন স্বামীকে https://ift.tt/Q6GkWb0

নয়াদিল্লি: স্বামীর ব্লাডগ্রুপ B+. স্ত্রীর AB+. সাধারণত রক্তের গ্রুপ না মিললে কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অপারেশন করেন না চিকিৎসকেরা। একেবারেই না মিললে তখন ভাবা হয় অন্য গ্রুপের কথা। গত ৬ ফেব্রুয়ারি সেই রকমই একটি ট্রান্সপ্ল্যান্টেশন হলো দিল্লির সফদরজং হাসপাতালে, যা ‘ABO incompatible kidney transplant’ নামে পরিচিত। হাসপাতালের সুপার বন্দনা তলওয়ার জানান, ২০১৩ থেকে এই হসপিটালে শুরু হলেও, ABO পদ্ধতিতে এই প্রথম। ফলে চিকিৎসকেরা ঝুঁকি নিয়েই এই অপারেশন করেন। স্বামী-স্ত্রী ভালো আছেন। ৪৩ বছরের ওই ব্যক্তি যাঁর ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে, তার দু’দিনের মধ্যেই তাঁর সব প্যারামিটার্স স্বাভাবিক হয়ে যায়। দিন কয়েকের মধ্যে তাঁকে ডিসচার্য করে দেওয়া হয়েছে।’ চিকিৎসকদলের সদস্য ও ওই হাসপাতালের ইউরোলজির হেড পবন বাসুদেব ব্যাখ্যা করে জানান, যে হেতু ব্লাডগ্রুপ আলাদা, তাই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। তাঁর কথায়, ‘এটা আমাদের কাছে একটা ইউনিক চ্যালেঞ্জ ছিল কারণ স্বামীর দেহে তখন সেই অ্যান্টিবডি উপস্থিত যা ভিন্ন ব্লাডগ্রুপের কিডনিকে রিজেক্ট করতে পারত। সে ক্ষেত্রে পুরো অপারেশনই ব্যর্থ হয়ে যেত।’ নেফ্রোলজির প্রধান রাজেশ কুমারের কথায়, ‘প্রতিস্থাপনের আগে আমরা ডি-সেনসিটাইজ়েশন করে অ্যান্টিবডি কমানোতে নজর দিই, যাতে অপারেশনটা করা যায়।’ চিকিৎসকেরা জানান, ভিন্ন ব্লাডগ্রুপে কিডনি প্রতিস্থাপনের হার অনেকটাই কম। তবে কোনও কোনও ক্ষেত্রে মানুষকে একটু আশাও দেয় এই ধরনের ট্র্যান্সপ্লান্টেশন।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/nO72uqK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads