ইসলামাবাদের গালে সপাটে চড়, পাক অর্থনীতির দ্বিগুণ সম্পত্তি LIC-র https://ift.tt/JRkWFQl - MAS News bengali

ইসলামাবাদের গালে সপাটে চড়, পাক অর্থনীতির দ্বিগুণ সম্পত্তি LIC-র https://ift.tt/JRkWFQl

প্রথমে টাটা। তারপর লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার কাছে এবার 10 গোল খেলো পাকিস্তান। পড়শি রাষ্ট্রটির জিডিপির তুলনায় দ্বিগুণ সম্পত্তি রয়েছে এলআইসির। মাস কয়েক আগে ঐতিহ্যশালী টাটাদের নিয়েও একই রকমের খবর প্রকাশ্যে এসেছিল। ইসলামাবাদের আর্থিক বৃদ্ধির তুলনায় ভারতীয় শিল্প সংস্থাটির মার্কেট ক্যাপ বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মোট সম্পত্তির নিরিখে এলআইসি যে শুধু পাকিস্তানকে ছাপিয়ে গিয়েছে এমনটা নয়। শ্রীলঙ্কা ও নেপালের জিডিপিকেও পিছনে ফেলেছে এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। তবে তিনটি পড়শি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থাই সবচেয়ে খারাপ। গত কয়েক বছর ধরেই মারাত্মক আর্থিক সংকটে ভুগছে ইসলামাবাদ। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের জিডিপির পরিমাণ 338 বিলিয়ান মার্কিন ডলার। অন্যদিকে 616 বিলিয়ান মার্কিন ডলারের বেশি সম্পত্তি রয়েছে ভারতীয় বিমা কোম্পানি এলআইসির কাছে। স্বাধীনতার পর থেকেই এলআইসির সম্পত্তি দিন দিন বেড়েছে। চলতি বছরের মার্চের শেষে বিমা কোম্পানিটির সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়ায় 50 লাখ কোটি টাকা। অর্থাৎ মার্চের শেষে এলআইসির সম্পত্তি বেড়েছে 16.48 শতাংশ। উল্লেখ্য, গত আর্থিক বছরে বিমা কোম্পানিটির সম্পত্তির পরিমাণ ছিল 43 লাখ 97 হাজার 205 কোটি টাকা। যা এবার বেড়ে হয়েছে 51 লাখ 21 হাজার 887 কোটি টাকা। এবছর পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের সম্মিলিত জিডিপিকেও ছাপিয়ে গিয়েছে এলআইসির মোট সম্পত্তি। বর্তমানে নেপাল ও শ্রীলঙ্কার আর্থিক বৃদ্ধির পরিমাণ যথাক্রমে 44.18 বিলিয়ান ও 74.85 বিলিয়ান ডলার বলে জানিয়েছে আইএমএফ। অর্থাৎ তিনটি পড়শি দেশের জিডিপি একত্রিত করলে দাঁড়াবে 457.27 বিলিয়ান ডলার। সেখানে এলআইসির হাতে থাকা সম্পত্তির বাজার মূল্য 616 বিলিয়ার ডলার বলে জানা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টাটা গ্রুপের মার্কেট ক্যাপের সঙ্গে পাক জিডিপির তুলনা টেনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ভারতীয় কোম্পানিটির কাছে 365 বিলিয়ান সম্পত্তি রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় 30.30 লাখ কোটি টাকা। প্রাক স্বাধীনতা যুগে লোহা-ইস্পাত কারখানা তৈরির মধ্যে দিয়ে শিল্প গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে টাটারা। বর্তমানে এই সংস্থার সোনা থেকে শুরু করে সফটওয়্য়ার পর্যন্ত একাধিক ব্যবসা রয়েছে। মজার বিষয় হল, টাটাদের তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএসের মার্কেট ক্যাপ প্রায় পাক অর্থনীতির সমান। ফেব্রুয়ারিতে কোম্পানিটির বাজারি মূলধনের পরিমাণ ছিল 170 বিলিয়ান ডলার।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/hw1PJ2z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads