গুজরাটের বিদায়ে সুবিধা হল কার? দেখে নিন, প্লে-অফের নয়া সমীকরণ https://ift.tt/sGhNtlP - MAS News bengali

গুজরাটের বিদায়ে সুবিধা হল কার? দেখে নিন, প্লে-অফের নয়া সমীকরণ https://ift.tt/sGhNtlP

২০২৪ আইপিএল টুর্নামেন্টের ৬৩ নম্বর ম্যাচ খেলতে নেমেছিল এবং গুজরাট টাইটান্স। কিন্তু, অহমেদাবাদে ব্যাপক বৃষ্টিপাতের কারণে এই ম্যাচটি শেষপর্যন্ত বাতিল করে দেওয় হয়েছে। বৃষ্টির কারণে গুজরাট টাইটান্সের যাবতীয় প্রত্যাশারও কার্যত সলিলসমাধি ঘটল। শুভমান গিলের দল চলতি আইপিএল টুর্নামেন্টের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। এবারের আইপিএল টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে গুজরাট টাইটান্সকে বিদায় নিতে হল। ইতিপূর্বে পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের সামনে প্লে-অফের দরজা বন্ধ হয়ে গিয়েছে।এই ম্যাচ বাতিল হওয়ার কারণে কলকাতা এবং গুজরাটের ঝুলিতে একটি করে পয়েন্ট এসেছ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য গুজরাট টাইটান্সের ২ পয়েন্টস দরকার ছিল। কিন্তু, ম্যাচ ভেস্তে যাওয়ায় তারা ১ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গুজরাটের কাছে আপাতত ১৩ ম্যাচে ১১ পয়েন্টস রয়েছে। এই দলটি পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে। যদি গুজরাট ওই ম্যাচটা জিততে পারে, তাহলে তারা সর্বাধিক ১৩ পয়েন্টসেই পৌঁছতে পারবে। বর্তমান আইপিএল পয়েন্টস টেবিলে চারটে দল ১৪ কিংবা তার বেশি পয়েন্টসে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই জিটি প্লে-অফের লড়াই থেকে বেরিয়ে যাবে। এবার প্লে-অফে জায়গা তৈরি করার জন্য ৬ দলের মধ্যে কঠিন লড়াই হবে। এখনও তিনটে জায়গা ফাঁকা রয়েছে। যে দলগুলোর মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে তারা হল - রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচ বাতিল হয়ে গেলেও দলের ক্রিকেটাররা গোটা মাঠ জুড়ে ল্যাপ অফ অনার দেয়। মাঠের চারদিক প্রদক্ষিণ করে সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়।প্রসঙ্গত, এই ম্যাচে টস হওয়ার আগে থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছিল। তবে সময় যত এগিয়েছে ততই বৃষ্টির বেগ বেড়েছে। শেষপর্যন্ত রাত সাড়ে ৯টার পর থেকে কিছুটা হলেও আশার আলো দেখতে পাওয়া গিয়েছে। রাত ১০টা নাগাদ দুই দলের অধিনায়ক মাঠে নামেন। ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা হয়। অবশেষে এই ম্য়াচ শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।সিদ্ধান্ত নেওয়া হয় যে রাত পৌনে ১১টা নাগাদ এই ম্যাচের টস আয়োজন করা হবে। কিন্তু, আশাই সার। শেষপর্যন্ত উইকেটের উপর থেকে কভার সরানো হলেও, ফের বৃষ্টির গতিবেগ বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ম্যাচ আধিকারিকরা আর কোনও ঝুঁকি নিতে চাননি। শেষপর্যন্ত এই ম্যাচ বাতিল করে দেওয়া হয়।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/ok4stia
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads