Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ll2kRN
হিন্দি দিবসে শুভেচ্ছাবার্তা মোদী-মমতার https://ift.tt/3k5nvIm

এই সময় ডিজিটাল ডেস্ক: হিন্দি দিবসে () দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ()। বুধবার একটি টুইট করে মমতা লেখেন, 'হিন্দি দিবসে দেশের সকল হিন্দিভাষী মানুষ এবং হিন্দি ভাষার অগ্রগতিতে অবদানের জন্য ভাষাবিদদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।' মমতার পাশাপাশি এই উপলক্ষ্যে টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ()। তিনি লেখেন, 'হিন্দি ভাষাকে একটি সক্ষম এবং সমর্থক ভাষা হিসেবে প্রতিষ্ঠার পেছনে প্রতিটি ক্ষেত্রের মানুষের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আপনাদের সকলের এই অবদানের জন্যই হিন্দি গোটা বিশ্বের দরবারে আজ একটি জনপ্রিয় ভাষা হিসেবে পরিচিতি পেয়েছে।' এদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ নির্বাচন। সেই উপলক্ষ্যে মঙ্গলবার একবালপুরে ইমামদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর বিধানসভার মধ্যেই পড়ে একবালপুর এলাকা। পুর প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে (Firhaad Hakim) সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকবালপুরের মসজিদে যান। সেখানে তিনি কথা বলেন, মসজিদের ইমামের সঙ্গে। প্রতিবছর ঈদের সময় তিনি মসজিদে আসেন। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে তিনি আসতে পারেননি। তাই তিনি ইমামদের সঙ্গে দেখা করেছেন বলে জানান।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই মিটিংয়ের অনুমতি নেওয়া হয়নি আমার। দল নিয়েছে। আমি নির্বাচনী নিয়ম মানি। এই পথ দিয়েই আমার যাতায়াত। আপনাদের শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই। তাই এসে সকলকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে গেলাম।' অন্যদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বুধবার সকালে গোপালনগর মোড়ে প্রচার করেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। মঙ্গলবারই তিনি মনোনয়নপত্র পেশ করেন। প্রচার চলাকালীন তিনি বলেন, আমি এই মাটির কন্যা। শুধু মা, মাটি, মানুষের কথা মুখে বললে হয় না। মানুষের পাশে থাকতে হবে।' প্রিয়াঙ্কার আরও কটাক্ষ, 'যে সরকার মায়ের কোল খালি করে দেয়, তারা মানুষের পাশে কীভাবে দাঁড়াবে!' ভোটের প্রচারে বেরিয়ে প্রিয়ঙ্কার মুখে বারবার আসে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। তিনি বলেন, 'যে দল ক্ষমতায় এসেই এত মায়ের কোল খালি করে দেয়, তারা আবার মানুষের পাশে কী করে দাঁড়াবে?' প্রিয়াঙ্কার আরও মন্তব্য, 'সে তো ভটবাক্সেই বোঝা যাবে। তবে, ৭০ শতাংশ ভোট ঠিকঠাক পরলে আমিই জিতব।' পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে অত্যাচার হয়েছে, তার উত্তর দেওয়ার দিন ৩০ সেপ্টেম্বর।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ll2kRN
Previous article
Next article
Leave Comments
Post a Comment