পড়ুয়া-শিক্ষকদের টিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে https://ift.tt/3uU2mCU - MAS News bengali

পড়ুয়া-শিক্ষকদের টিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে https://ift.tt/3uU2mCU

জয় সাহা টিকার দাবিতে সরব হয়েছিলেন অনেক প্রতিষ্ঠানের পড়ুয়ারাই। সেই দাবি মেনে আজ থেকে দু'দিনের জন্য সাউথ পয়েন্ট (South Point High School) স্কুলে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্ব পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের () তরফে শুক্রবার জানানো হয়েছে, ছাত্রছাত্রী, গবেষক-সহ ৪৫ বছরের কমবয়সি সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, অফিসারদের ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুত শুরু হবে। কলকাতাই এমন একটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, যেখানে পড়ুয়াদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা ঠিক করেছি দ্রুত ছাত্রছাত্রী, গবেষক থেকে ৪৫ বছরের নীচে থাকা সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের অংশ সমস্ত ব্যক্তিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার।' এর আগে ৪৫ বছরের ঊর্ধ্বে শিক্ষক, শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের টার্গেট পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুমানা আখতারের কথায়, 'পড়ুয়ারা দীর্ঘদিন ঘরবন্দি। অনলাইন ক্লাস করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে তাহলে হয়তো ধীরে ধীরে আমরা ক্যাম্পাসে এসেও ক্লাস শুরু করতে পারব। এই কাজে আমরা সব রকম ভাবে কর্তৃপক্ষকে সাহায্য করব।' অন্যদিকে সাউথ পয়েন্ট স্কুলের তরফে জানানো হয়েছে, আজ শনিবার থেকে সেখানে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে। প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম কোনও স্কুল তার ১৮ ঊর্ধ্ব পড়ুয়া অর্থাৎ দ্বাদশ পাশ করে বেরিয়ে যাবে এমন ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করল। এমন প্রায় ১২০ জন পড়ুয়া ভ্যাকসিন নেবে। স্কুলের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ দামানি বলেন, 'উচ্চশিক্ষার জন্য ওদের অনেককেই বাইরে বেরতে হবে। ফলে ওদের ভ্যাকসিনের আশু প্রয়োজন ছিল।' স্কুলের ছাত্র তারক দাসের কথায়, 'বোর্ড না হলেও জেইই মেনস, নিট সব পরীক্ষাই বাকি আছে। তাই আমাদের ভ্যাকসিনের খুব দরকার ছিল। এর জন্য স্কুলের কাছে আমি কৃতজ্ঞ।' অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও একই দাবিতে সরব। জেআইএস গ্রুপের তরফে ইতিমধ্যে ৫০০ জন শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াকে ভ্যাকিসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেআইএস বিশ্ববিদ্যালয়ের আচার্য তরণজিৎ সিং জানিয়েছেন অচিরেই বাকিদের জন্যও ব্যবস্থা করা হবে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এ দিন প্রায় ৩৭০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, আত্মশাসনের বিধি শিথিল হলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে। প্রেসিডেন্সি এ ব্যাপারে কোনও উদ্যোগ না নিলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে ইমেল করে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fSktFl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads