মুন্ডকার পর নারেলা, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী দিল্লি https://ift.tt/ocN2S7V - MAS News bengali

মুন্ডকার পর নারেলা, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী দিল্লি https://ift.tt/ocN2S7V

ফের অগ্নিকাণ্ডের জেরে বিধ্বস্ত দিল্লি। মুন্ডকার ঘটনার পর নারেলার একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। শনিবার রাতে আচমকাই আগুন লেগে যায় ওই ফ্যাক্টরিতে। ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। স্বাভাবিকভাবেই ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। জানা গিয়েছে, এদিন রাত ন'টা নাগাদ ওই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। বিষয়টি স্থানীয়দের চোখে পড়তেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। রাত ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই প্লাস্টিক ফ্যাক্টরির ভিতর কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। শুক্রবারই দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের খুব কাছের একটি বহুতলে অগ্নিকাণ্ড ঘটেছিল। যার ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠতে পারেনি রাজধানী। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। ২৫ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। আরও কয়েকজন নিখোঁজ বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, ''সকালে আরও দেহাবশেষ মিলেছে। মনে হচ্ছে ২-৩ জনের দেহ। মৃতের সংখ্যা ৩০ হতে পারে। প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের সময় ওই বহুতলের ভিতরে ৫০ জনের একটি বৈঠক চলছিল। দরজা বন্ধ থাকায় সকলে আটকে পড়েছিলেন। প্রথম তলে আগুন লেগেছিল, পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিম দিল্লির জেলাশাসক কীর্তি গর্গ ও অতিরিক্ত জেলাশাসক ধর্মেন্দ্র কুমার। অতিরিক্ত জেলাশাসক জানান, ''যাঁরা সামান্য আহত হয়েছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। চিহ্নিত করা যায়নি এমন সাতজনের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।'' অন্যদিকে, এদিনই অমৃতসরের গুরুনানক হাসপাতালে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় হাসপাতালের দোতলার একটি ঘর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিল দমকল। হাসপাতালের রোগীদের মধ্যে অনেকেই আটকে পড়েছেন বলে খবর। দেশের আরও খবরের জন্য .. প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে চোখ রাখুন লে


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/SZrgoQh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads