লক্ষ্য ২৭-এর বিশ্বকাপ, রোহিতদের 'হেডস্যার' খুঁজতে বিজ্ঞাপন বোর্ডের https://ift.tt/WeNYgxq - MAS News bengali

লক্ষ্য ২৭-এর বিশ্বকাপ, রোহিতদের 'হেডস্যার' খুঁজতে বিজ্ঞাপন বোর্ডের https://ift.tt/WeNYgxq

টিম ইন্ডিয়ার পুরুষ সিনিয়র দলের নয়া কোচ নিয়োগ করা হবে। সোমবার রাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদের জন্য আহ্বান জানানো হয়েছে। সবথেকে বড় কথা, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই যে নয়া কোচ নির্বাচন করা হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।সোমবার বিসিসিআই একটি আবেদনপত্র প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের জন্য আবেদন করা যাবে। এই পদের জন্য আগামী ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি কোথায় আবেদন করতে হবে, তার একটি লিঙ্কও প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, প্রথমে যাবতীয় আবেদনপত্র খতিয়ে দেখা হবে। তারপর আবেদনকারীদের এক একজন করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর প্রার্থীদের বাছাই করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের বিপর্যয়ের পর রবি শাস্ত্রীকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেইসময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিই তৎকালীন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির 'হেডস্যার' রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার কোচ হতে রাজি করান। কিন্তু, আইসিসি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল কোনও খেতাব জয় করতে পারেনি। ২০২৩ সালে ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনালে উঠলেও, শেষপর্যন্ত অন্তিম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এই পরিস্থিতিতে সম্প্রতি অনেকেই কোচ হিসেবে দ্রাবিড়ের সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এমনকী, বিশ্বকাপের ঠিক পরই শোনা গিয়েছিল যে দ্রাবিড় নিজেই এই চাকরি ছেড়ে দিতে চান। এই পরিস্থিতিতে সোমবার শেষপর্যন্ত বিসিসিআই এই বিজ্ঞপ্তি জারি করল।

নতুন কোচের অধীনে কোন কোন টুর্নামেন্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া?

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নতুন কোচ হিসেবে যাঁকেই নির্বাচন করা হোক না কেন, তাঁর মেয়াদ সাড়ে তিন বছরের হব। আগামী ১ জুলাই থেকে তাঁর মেয়াদ শুরু হবে, চলবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলকে নতুন কোচের অধীনে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে হবে।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/DJd5pqe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads