Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/KTSsUM7
টিম ইন্ডিয়ার কোচ হতে কী যোগ্যতা দরকার? জেনে নিন https://ift.tt/stAPluJ
আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলে বড়সড় পরিবর্তন করা হতে চলেছে। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার আগামী কোচের জন্য আবেদন চেয়ে পাঠিয়েছে। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া এক্স-য়ে এই বিজ্ঞপ্তি পোস্ট করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সম্প্রতি মন্তব্য করেছিলেন যে টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়াকে নতুন কোচ দেওয়া হবে। আপাতত এটাই দেখার যে ফের নতুন করে ভারতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদন করেন কি না। যদি দ্রাবিড় নতুন করে আর আবেদন না করেন, তাহলে টিম ইন্ডিয়া নতুন একজন কোচ পেতে চলেছে। প্রসঙ্গত, গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যদিও এরপর বিসিসিআই তাঁর সঙ্গে আলোচনা করেছিল এবং চলতি বছর আয়োজিত পর্যন্ত তাঁকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছিল। এই পরিস্থিতিতে অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন? কারাই বা এই পদের জন্য আবেদন করতে পারবেন? আসুন, তাতেই একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক।
- সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ৩০টি টেস্ট ম্যাচ কিংবা ৫০টি একদিনের ম্য়াচ খেলতে হবে।
- টেস্ট ম্যাচ খেলে এমন কোনও দেশের প্রধান কোচ হিসেবে ২ বছর দায়িত্ব পালন করতে হবে।
- IPL দল কিংবা এই টুর্নামেন্টের সমকক্ষ কোনও আন্তর্জাতিক ক্রিকেট লিগের দল / প্রথম শ্রেণীর দল / জাতীয় এ দলের হেড কোচ হিসেবে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালন করতে হবে।
- বিসিসিসি-এর লেভেল ৩ কিংবা সমতূল্য কোনও সার্টিফিকেট থাকতে হবে।
- বয়স ৬০ বছরের কম হতে হবে।
- প্রথমে যাবতীয় আবেদনপত্র খতিয়ে দেখা হবে।
- তারপর আবেদনকারীদের এক একজন করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- তারপর প্রার্থীদের বাছাই করা হবে।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/KTSsUM7
Previous article
Next article
Leave Comments
Post a Comment