Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/t6szgfv
ফোনের GPS-এ ভূমিকম্পের পূর্বাভাস! গবেষকদের দাবিতে শোরগোল https://ift.tt/LVd3YrO

নিয়ে আতঙ্কের দিন শেষ। ঘূর্ণিঝড়ের মতো এবার বিপর্যয়ের ক্ষেত্রেও মিলবে আগাম সতর্কবার্তা। ফলে ঠেকানো যাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি ও মৃত্যু। শুধু তাই নয়, এর জন্য আবহাওয়া দফতরের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচে থাকলেই কেল্লাফতে!দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়ার চেষ্টা চালাচ্ছেন ভূবিজ্ঞানীরা। সেখানেই মেলে চাঞ্চল্যকর তথ্য। যা আশার আলো দেখিয়েছে বিজ্ঞানীদের।বড় ভূমিকম্পের ক্ষেত্রে অধিকাংশ সময়ই মাটি ফেটে ভাগ হয়ে যায়। বিজ্ঞানের পরিভাষায় একে বলে Fault Slip। ভূপৃষ্ঠে ফাটল ধরায় মাটির উপরে থাকা বহুতল থেকে শুরু করে সমস্ত নির্মাণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যা ধরা পড়েছে GPS-এ। এই প্রসঙ্গে নরওয়ের ভূবিজ্ঞানী রোল্যান্ড বার্গম্যান জানিয়েছেন, "ভূমিকম্পের সবচেয়ে বড় বিপদ হল আফটার শক। কম্পনের কেন্দ্রস্থল থেকে অনেকটা দূর পর্যন্ত এই আফটার শকের প্রভাব থাকে। আর আমরা যে বাড়ি-ঘর ভেঙে পড়তে দেখা, সেটার মূলেও ওই আফটার শক। GPS থেকে যে তথ্য মিলেছে, তা দিয়ে নির্ভরযোগ্যভাবে কম্পনের অন্তত এক ঘণ্টা আগে সতর্কতা জারি করতে পারব।" তবে বড় কম্পনের ক্ষেত্রে এটা বলা সম্ভব হলেও ছোটখাটো ভূমিকম্পে এই পদ্ধতি কতটা কাজে আসবে তা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। গবেষকদের দাবি, ছোট কম্পনের ক্ষেত্রে কোনও সময়ই Fault Slip তৈরি হয় না। ফলে সেটা GPS-এ ধরা পড়ার সম্ভাবনা খুব কম।উল্লেখ্য, মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচে Fault Slip শুরু হয়েছে বুঝতে গেলে GPS প্রযুক্তিতে কিছুটা বদল আনতে হবে। সেই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রোল্যান্ড বার্গম্যান। "আমরা এতোদিন ভূমিকম্পের উপর কোনও রকমের নিয়ন্ত্রণই পায়নি। এবার একটা ছোট্ট আলোর রেখা দেখা গিয়েছে। সেটাকে কাজ লাগানোর চেষ্টা হচ্ছে। এটা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।" এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন ভূবিজ্ঞানী বার্গম্যান।চলতি বছরের একেবারে শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। চোখের নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় দু'টি দেশেরই একাধিক শহর। এই ভূমিকম্পে প্রাণ হারান পাঁচ হাজারের বেশি মানুষ।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/t6szgfv
Leave Comments
Post a Comment