গত বিধানসভায় রাজস্থানে কোটিপতি বিধায়কের সংখ্যা ১৫৭, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে https://ift.tt/0qTfUbN - MAS News bengali

গত বিধানসভায় রাজস্থানে কোটিপতি বিধায়কের সংখ্যা ১৫৭, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে https://ift.tt/0qTfUbN

রাজস্থান বিধানসভা নির্বাচনে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এরপরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি সংস্থার থেকে জানা গেছে গত বিধানসভায় ২০০ জন বিধায়কের মধ্যে ১৫৭ জন ছিলেন কোটিপতি। ৪৬ জনের বিরুদ্ধে ছিল ফৌজদারি মামলা। সমীক্ষাটি যৌথভাবে চালিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং রাজস্থান ইলেকশন ওয়াচ (আরইডব্লিউ)। তাদের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গত বিধানসভা নির্বাচনে জয়ী ২০০ জন বিধায়কের মধ্যে কোটিপতি বিধায়কের সংখ্যা ছিল ১৫৭। এর মধ্যে কংগ্রেস বিধায়কের সংখ্যা ৮৮। ৫৪ জন ছিলেন কোটিপতি বিজেপি বিধায়ক। এছাড়া, জাতীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)- ২ এবং ১২ জন নির্দল বিধায়কের সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি টাকার বেশি। রিপোর্ট অনুসারে, ১০৮ জন কংগ্রেস বিধায়কের মোট গড় সম্পত্তির পরিমাণ ছিল ৯.২৮ কোটি টাকা। অন্যদিকে, গড়ে ৫.৪৫ কোটি টাকার সম্পত্তি ছিল বিজেপির নির্বাচিত ৬৯ জন বিধায়কের। এছাড়া, একজন RLD বিধায়কের ২.৫৫ কোটি, ২ জন ভারতীয় উপজাতি পার্টি এবং সিপিআইএম বিধায়কের সম্পত্তির পরিমাণ ছিল ৭.৬৬ লাখ টাকা করে। ১৪ জন নির্দল বিধায়কের গড় সম্পত্তির পরিমাণ ৭.৫৪ কোটি টাকা ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় জানা গেছে, সম্পত্তিতে ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ধোদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক পরশরাম মোর্দিয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭২.৭৬ কোটি টাকা। এই তালিকায় সবেচয়ে শেষে রয়েছেন চোরাসি কেন্দ্রে ভারতীয় উপজাতি পার্টির বিধায়ক রাজকুমাক রোটে। তাঁর সম্পত্তির পরিমাণ ১.২২ কোটি টাকা। রিপোর্টের তথ্য অনুসারের রাজস্থানে গত বিধানসভা নির্বাচনে নির্বাচিক বিধায়কদের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে ছিল ফৌজদারি মামলা। এর মধ্যে কংগ্রেস বিধায়কের সংখ্যা ২৭। বিজেপির ১১ এবং সিপিআইএমের ২ জনের বিরুদ্ধে ছিল ফৌজদারি মামলা। এছাড়া ২৮ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। এর মধ্যে এক জন বিধায়কের বিরুদ্ধে ছিল হত্যায় জড়িত থাকার অভিযোগ। হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে। দুই বেসরকারি সংস্থার যৌথ সমীক্ষায় আরও বলা হয়েছে যে ৫৯ জন বিধায়কের শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। ১২৮ জন বিধায়ক ছিলেন স্নাতক বা তার বেশি ডিগ্রিধারী। ৫ জন বিধায়ক ডিপ্লোমাধারী এবং সাত জন বিধায়ক নিজেদের শুধুমাত্র শিক্ষিত বলে ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত, ২০০ আসন বিশিষ্ট এবার রাজস্থান বিধানসভার নির্বাচন আগামী ২৫ নভেম্বর। গণনা ৩ ডিসেম্বর।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/oLDB28U
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads