Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/fVuY8ON
'আমরা জিতব না', সাকিবদের 'মনের কথা' প্রকাশ বাংলাদেশ সমর্থকের https://ift.tt/PIYUl5H

বাংলাদেশ দল চলতি বিশ্বকাপে শেষ কত তারিখে জিতেছিল সেটা হয়ত একবারে কোনও সমর্থক বলতে পারবেন না। তাদের ক্যালেন্ডার দেখতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে জয়টা যে ফ্লুকে এসেছিল তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ দল। চলতি বিশ্বকাপে পরপর ৬টা ম্য়াচে হেরে রেকর্ড তৈরি করল তারা। প্রথম দল হিসেবে টানা ৬টা ম্যাচে হারল ও প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বেরিয়েও গেল। একক দক্ষতায় কোনও ম্যাচে ভালো ফল করলেও তাতে জেতা যায় না। এবার বাংলাদেশ দলের এই অবস্থা দেখে তাদের খোঁচা দিলেন সমর্থকরা। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের এক সমর্থক মহম্মদ মাহমিরুল ইসলাম। তিনি সেখানে সরাসরি জানান, বাংলাদেশ দল জিতবে না এটা জেনেই তিনি প্ল্যাকার্ড তৈরি করে এনেছেন। এবং তাঁর প্ল্যাকার্ডটা মন খারাপের নয়, সেটা অভিমানের। তাঁর প্ল্যাকার্ডে লেখা, Hum Nahi Jeetenge Hamari Marzi. বাংলায় যার মানে দাঁড়ায়, ‘আমরা জিতব না, আমাদের ইচ্ছা।’সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা বাংলাদেশ দল বলতে চেয়েছে তাই আমরা এটা লিখে এনেছি। এটা আমাদেরও মনের কথা। আমরা চাই দল বাউন্স ব্যাক করুক। তবে দল যেভাবে পারফর্ম করছে তাতে আমার মনে হয় না এটা সম্ভব। বাকি ম্যাচগুলোতে আশা করছি, তবে খুব একটা বেশি নয়। অন্তত চেষ্টা করছি আটে শেষ করার, যাতে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে পারি।’বাংলাদেশ এখন ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। তাদের পক্ষে পয়েন্ট তালিকায় উপরের দিকে যেতে গেলে বাকি ম্যাচগুলো জিততে হবে ও আশা করতে হবে ইংল্যান্ড যেন পয়েন্ট হারায়। ইংল্য়ান্ড বাকি ম্যাচে জিতে গেলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। বাংলাদেশ দলের বাকি আর দুটো ম্যাচ। এরমধ্যে একটা আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্যাট কামিন্সরা এখন যেই ফর্মে রয়েছে তাতে বাংলাদেশের পা কাঁপতে বাধ্য। সব মিলিয়ে বাংলাদেশ দলকে নিয়ে সমর্থকরাও হতাশ। এদিন ম্যাচ দেখতে ইডেনে হাজির ছিলেন ৩০ হাজার দর্শক। তাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশের। এদের মধ্যে অধিকাংশেরই আগে থেকে টিকিট কাটা থাকায় ও হোটেল বুক থাকায় খেলা দেখতে হয়েছে। পুরো ম্য়াচে তাঁদের আশা জাগাতে পারেনি সাকিবরা। বল হাতে পরপর তিনটে উইকেট ফেলার পর কিছুটা আশা জাগলেও তা স্থায়ী হয়নি বাংলাদেশের জন্য।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/fVuY8ON
Leave Comments
Post a Comment