'তোহরা পূজাপাঠ কে ফল মিল গইল...', চোখে জল নিয়ে মা'কে ফোন মুকেশের https://ift.tt/sdezUtD - MAS News bengali

'তোহরা পূজাপাঠ কে ফল মিল গইল...', চোখে জল নিয়ে মা'কে ফোন মুকেশের https://ift.tt/sdezUtD

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আপাতত তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত। ত্রিনিদাদে আয়োজিত এই টেস্ট ম্যাচ ইতিমধ্যেই তৃতীয় দিনে পা রেখেছে। এখনও পর্যন্ত এই টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের রাশ যথেষ্ট ভারী রয়েছে। ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪৩৮ রান করতে পারে। অন্যদিকে এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ পেস বোলার মুকেশ কুমার। এই ম্যাচেই বাংলার এই পেস বোলারের ডেবিউ হয়েছে। ডেবিউয়ের পর মা'কে ফোন করেছিলেন মুকেশ। সেই কথাবার্তাও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।বিহারের বাসিন্দা মুকেশ কুমারের স্বপ্ন এতদিনে পূরণ হল। ত্রিনিদাদ টেস্টেই তাঁর হাতে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়েছে। এদিকে ডেবিউ করার পর তাঁর মায়ের সঙ্গেই প্রথম কথা বলেন। কী বললেন তিনি? আসুন সেটাই জেনে নেওয়া যাক - ফোন করার আগে তিনি বলেন, 'আজ আমি ৩০৮ নম্বর ক্যাপ পেলাম। অশ্বিন ভাই আমাকে এটা দিয়েছে। এটা আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। এত বছরের পরিশ্রম এবার সফল হল।' এরপর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এত বছর ধরে আমার জন্য যে পুজোপাঠ করছ, সেই ফল আজ পেয়ে গিয়েছি। আজ আমি দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি।' জবাবে তাঁর মা বলেন, 'আমি খুব খুশি। এভাবেই সামনের দিকে এগিয়ে যাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে।'এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৩০ বছর বয়সি মুকেশ কুমার দীর্ঘ অপেক্ষার পর টিম ইন্ডিয়ায় ডেবিউয়ের সুযোগ পেয়েছেন। আর অভিষেক ম্যাচেই ক্যারিবিয়ান ব্যাটারকে আউট করে সকলের হৃদয় জয় করে নিয়েছেন। যে উইকেটে পেস বোলাররা একটা উইকেটের জন্য় দীর্ঘ অপেক্ষা করছিলেন, সেখানেই মুকেশ মাত্র ৪০টা ডেলিভারি করেই টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দিলেন। কির্ক ম্যাকেঞ্জি মুকেশের ডেলিভারিতেই উইকেটকিপার ঈশান কিষানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/w91PRAD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads