প্রতি ২ দিনে আক্রান্ত ১০ লাখ! এশিয়ার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর https://ift.tt/5JIeiCY - MAS News bengali

প্রতি ২ দিনে আক্রান্ত ১০ লাখ! এশিয়ার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর https://ift.tt/5JIeiCY

এর প্রকোপ কমছে দেশে। কিন্তু, সার্বিকভাবে এশিয়ার ছবিটা অত্যন্ত ভয়াবহ বলছে তথ্য। বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এশিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ মিলিয়ন পার করেছে। এশিয়ার যে সমস্ত অঞ্চলে করোনার প্রকোপ বাড়ছে সেখানে প্রতি দু'দিন অন্তর নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় ১০ লাখ মানুষ, জানাচ্ছে একটি গবেষণা। বিশ্বের সার্বিক জনসংখ্যার নিরিখে মোট করোনা আক্রান্তর ২১ শতাংশই এশিয়ার বাসিন্দা। উল্লেখ্য, করোনার ওমিক্রন ভ্যারিয়্য়ান্টের সাব ভ্যারিয়্যান্ট BA.2 এই মুহূর্তে বিশ্বের একাধিক দেশে দাপট দেখাচ্ছে। দক্ষিণ কোরিয়া, চিন, ভিয়েতনাম এই মুহূর্তে প্রত্যক্ষ করছে। এই দেশগুলির মোট আক্রান্তর মধ্যে ৮৬ শতাংশই এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, দৈনিক আক্রান্তের নিরিখে এই মুহূর্তে এক নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। মার্চ মাসের প্রথম থেকে করোনা সংক্রমণ কমলেও এখনও এই দেশে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে ৩০০ জনের। অন্যদিকে, করোনাভাইরাসের সঙ্গে ফের একবার লড়াই করছে চিন। জানা যাচ্ছে, গত দু'বছরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আগে হয়নি চিন। এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত চিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার জন, জানা গিয়েছে এমনটাই। ওমিক্রন এবং ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্টের জেরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল দেশে। কিন্তু, তা এখন ভারতীয়দের জন্য ভয়াবহ অতীত মাত্র। ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ২২৫ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৯৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৭। দেশে প্রবীণদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সমস্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যাকেও যাতে করোনার বুস্টার ডোজ দেওয়া হয়, সেজন্য চিন্তাভাবনা চলছে বলেও জানা যাচ্ছে। ভারতে ইতিমধ্যেই করোনার একটি ঢেউ ডেকে এনেছে ওমিক্রন। সেক্ষেত্রে এই ভ্যারিয়্যান্টের জন্য নতুন কোনও ঢেউ দেশে আছড়ে পড়বে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। IIT কানপুরের গবেষকরা অবশ্য দাবি করছেন, এই বছরই আরও একটি করোনার ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। যদিও এই গবেষণার প্রেক্ষিতে রয়েছে বিস্তর সমালোচনাও। দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/MXkHEl7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads