Live : বাংলাদেশের কুর্সিতে কি হাসিনারই কামব্যাক? আজ জনতার রায় https://ift.tt/LwoBghC - MAS News bengali

Live : বাংলাদেশের কুর্সিতে কি হাসিনারই কামব্যাক? আজ জনতার রায় https://ift.tt/LwoBghC

বাংলাদেশের কুর্সি কার? আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবে জনতা। আজ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ এবং তা চলবে বিকেল ৪টে পর্যন্ত। প্রায় ১২ কোটি ভোটের ভোট দিতে চলেছে।>বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়ে গেল।একের পর এক হিংসা , নাশকতার ঘটনা ঘটেছে বাংলাদেশে। এরই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দল ভোট বয়কটের ডাক দিয়েছে। সেই সঙ্গে নির্বাচনের আগে আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক ভোটকেন্দ্রে। এই নিয়ে নানা উৎকন্ঠার মধ্যেই রবিবার শুরু হল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সেখানে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে। উৎকণ্ঠা থাকলেও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। কতজন প্রার্থী ?৩০০ আসনের মধ্যে নওদা-২ কেন্দ্রের এক প্রার্থী মারা যাওয়ার কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট ১৯৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১৫৩৪জন এবং নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন ৪৩৬জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬জন । জাতীয় পার্টির ২৬৫জন, তৃণমূল বিএনপির ১৩৫জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬জনও লড়াইয়ে আছেন। এবার নির্বাচনে মহিলা প্রার্থী আছেন ৯০জন। বিএনপিসহ ১৬টি বিরোধী রাজনৈতিক দল ভোট বয়কট করার ডাক দিয়েছে।কতগুলি কেন্দ্রে ভোটগ্রহণ?ভোটগ্রহণের জন্য ৪২০২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৩১১৩টিই স্পর্শকাতর। ভোটের জন্য সারাদেশে মোট ৫লাখ ১৭হাজার ১৪৩জন পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকেও। এবার ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন । এর মধ্যে নতুন ভোটার ১কোটি ৫৪লাখ ৫২হাজার।ভোট বাতিলের হুমকি নির্বাচন কমিশন জানিয়েছে, কোথাও কোন প্রার্থী পেশিশক্তি দেখালে বা কোন কেন্দ্রে নির্বাচনে কারচুপি করার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির প্রার্থীপদ বাতিল করা হতে পারে। এরই সঙ্গে ওই কেন্দ্রের ভোট পুরোপুরি বাতিল করা হতে পারে। সেখানে ভোটে অনিয়ম এবং অনাচার প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন নির্বাচন কমিশন।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/tSI6Abo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads