'ফেরান্দো ভাগ্যের জোরে ISL চ্যাম্পিয়ন হয়েছিল...', বিস্ফোরক মন্তব্য সুব্রতর https://ift.tt/8Zb93lh - MAS News bengali

'ফেরান্দো ভাগ্যের জোরে ISL চ্যাম্পিয়ন হয়েছিল...', বিস্ফোরক মন্তব্য সুব্রতর https://ift.tt/8Zb93lh

আপাতত মোহনবাগানে অতীত। সম্প্রতি বাগানের প্রাক্তন হেড স্যার পদত্যাগ করেছেন। সূত্রের খবর, দলের কর্মকর্তাদের মনোমালিন্যের কারণেই তিনি শেষপর্যন্ত সরে আসতে বাধ্য হন। তবে একথাও ঠিক, ফেরান্দোর কোচিংয়েই সবুজ-মেরুন ব্রিগেড তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। জিতেছে ইন্ডিয়ান সুপার লিগের খেতাব। আর সেইসঙ্গে এই স্প্যানিশ কোচ বাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কিন্তু একেবারেই উলটো সুরে কথা বললেন। ফেরান্দো নাকি ভাগ্যের জোরে ISL চ্যাম্পিয়ন হয়েছিল। আর তাই টিকে যায়। আসুন তাহলে গোটা মন্তব্যটা বিস্তারিত জেনে নেওয়া যাক।বাংলার একটি জনপ্রিয় দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেছেন, 'মোহনবাগান দলের এই অধঃপতন একেবারে অবশ্যম্ভাবী ছিল। এই দলের মধ্যে একাধিক দুর্বলতা রয়েছে। আর সেটা একেবারে মরশুমের শুরু থেকেই সকলের কাছে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। দলের পরিকল্পনাহীন রক্ষণ, আক্রমণভাবে বৈচিত্র্যের অভাব এই দলটাকে ডুবিয়েছে। পাশাপাশি দলটার থার্ডম্যান মুভ থেকে ক'টা গোল এসেছে সেটাও কেউ বলতে পারবে না।'সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গতবার জুয়ান ফেরান্দো ভাগ্যের জোরে চ্যাম্পিয়ন হয়েছিল। সেকারণেই ও টিকে যায়। অন্যদিকে হাবাসও যে রাতারাতি সব দুর্বলতা ঢেকে ফেলতে পারবে, সেটাও জোর দিয়ে একেবারেই বলা যায় না। মোহনবাগান সমর্থকদের প্রত্যাশার চাপ একেবারে আকাশছোঁয়া। সেটা হাবাস কতটা পূরণ করতে পারবেন, তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। মোহনবাগানকে যদি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে ডিফেন্স থেকে অ্যাটাক, সব জায়গাতেই উন্নতি দরকার।'এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর নভেম্বর মাস থেকেই মোহনবাগান সুপার জায়ান্টসের সাফল্যে রাহুর দশা লাগতে শুরু করে। প্রথমে AFC কাপ থেকে বিদায়। তারপর চলতি ইন্ডিয়ান সুপার লিগে পরপর তিন ম্যাচে হার, ফেরান্দোর ব্যর্থতার ঘড়াকে একেবারে পরিপূর্ণ করেছিল। তবে এই স্প্যানিশ কোচের হাত ধরে আইএসএল খেতাবের পাশাপাশি চলতি মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছিল। কিন্তু, তারপরও তিনি কর্মকর্তাদের আস্থা অর্জন করতে পারেননি। ২০২১ সালে এই একই কারণে হাবাসকেও ছাঁটাই করেছিল মোহনবাগান। সেই সময় সবুজ-মেরুন ব্রিগেড দুটো ম্যাচ ড্র করেছিল, আর দুটোয় হেরেছিল। তবে হাবাস আবারও বাগানের এই মিউজিক্যাল চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। তাঁর কোচিংয়েই কি দলের ভাগ্য ফের ঘুরবে? সেটা সময়ই বলতে পারবে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/SuNZjVt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads