সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বাড়ছে প্রথম ও শেষ ট্রেনের সময়সীমাও https://ift.tt/pbOP07s - MAS News bengali

সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বাড়ছে প্রথম ও শেষ ট্রেনের সময়সীমাও https://ift.tt/pbOP07s

Covid Third Wave কাটিয়ে ধীরে-ধীরে স্বাভাবিকের পথে রাজ্য। স্কুল-কলেজ খোলা, অন্যান্য বিধি-নিষেধ তুলে দেওয়ার পাশাপাশি এবার স্বাভাবিক হতে চলেছে মেট্রো পরিষেবাও। ২৮ মার্চ, সোমবার থেকেই মেট্রো রেলের সংখ্যা ও মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে। শনিবার এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে সোম থেকে শুক্রবার পর্যন্ত মোট মেট্রোর সংখ্যা ছিল ২৭৬টি। ২৮ মার্চ, সোমবার থেকে সেটা বেড়ে ২৮২টি করা হচ্ছে। অর্থাৎ ৬টি মেট্রো বাড়ছে। আর রবিবার বর্তমানে ১২৮টি মেট্রো চলাচল করত। সেই সংখ্যা বেড়ে হবে ১৩০টি। এছাড়া দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমাও বাড়ানো হয়েছে। বর্তমানে দুই প্রান্তিক স্টেশনে প্রথম মেট্রো শুরু হয় সকাল ৭টায়। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে, দুই প্রান্তিক স্টেশনে শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০ মিনিটে। রবিবার অবশ্য প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় আলাদা। একনজরে মেট্রো ট্রেনের নয়া সময়সূচি দেখে নেওয়া যাক... আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। একইভাবে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে শুরু হবে। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়। আর দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো শুরুর সময় অপরিবর্তিত রয়েছে, সকাল ৭টা। অন্যদিকে, সোম থেকে শনিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ১৮ মিনিটের বদলে ৯টা ২৮ মিনিট করা হয়েছে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ৯টা ৪০ মিনিটে ছাড়বে। তবে কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় ছাড়বে। তবে রবিবার দমদম থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোর সময় একই থাকছে সকাল ৯টায়। তবে শেষ মেট্রোর সময়ের বদল ঘটেছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-গামী শেষ মেট্রো রাত ৯টা ১৮ মিনিটের বদলে রাত ৯টা ২৮ মিনিট এবং দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো রাত সাড়ে ৯টার বদলে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টার বদলে রাত ৯টা ২৭ মিনিটে ছাড়বে এবং দমদম যাওয়ার গাড়ি রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। সবমিলিয়ে, করোনা-পর্ব কাটিয়ে ধীরে-ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কলকাতা মেট্রোও।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/z9btcLH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads