৯ দলিত, ২০ জন OBC, যোগী মন্ত্রিসভার নজরে ২৪-এর ভোট https://ift.tt/wIYBPl5 - MAS News bengali

৯ দলিত, ২০ জন OBC, যোগী মন্ত্রিসভার নজরে ২৪-এর ভোট https://ift.tt/wIYBPl5

Uttar Pradesh-এর মুখ্যমন্ত্রী পদে শুক্রবার দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ()। তাঁর নয়া মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নয়জন দলিত এবং ২০ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি। চব্বিশের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এমন আয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠন করেই চমক দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত ৩৭ বছরে এই প্রথম কোনও পরপর দুবার বিধানসভার ক্ষমতায় এল। এক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে BJP। নজির তৈরি করলেন যোগীও। কারণ, পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের এই জয় গেরুয়াশিবিরের কাছে একটা বিরাট অ্যাডভান্টেজ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। BJP-র বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হল, তারা মেরুকরণের অভিযোগ করে। BJP-কে অনেকেই উচ্চ বর্ণের মানুষের দল বা বড়লোকের দল বলে সমালোচনা করেন। যার কিছু বাস্তব ভিত্তিও আছে। বস্তুত, ব্রাহ্মণ্যবাদকে BJP খোলাখুলি সমর্থন করে। উত্তর ভারতের ব্রাহ্মণ, ঠাকুর গোষ্ঠীর ভোটাররা BJP-র সবথেকে বড় ভরসা। উলটো দিকে BJP-কে দলিতবিরোধী হিসেবেই তুলে ধরেন বিরোধীরা। এই তকমা ঝেড়ে ফেলতেই এবার উদ্যোগী হল উত্তরপ্রদেশের নতুন যোগী সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে নিম্ন বর্ণের ভোটও যাতে ঝুলিতে ভরা যায়, তার জন্যই এই প্রয়াস বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যোগীর এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আরও ৫২ জন নেতা রাজ্যের বিভিন্ন দফতরের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন। এই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন প্রায় ৮৫ হাজার দর্শক। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ১৮ জন সদস্য। ১৪ জনকে বিভিন্ন দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জুনিয়র মন্ত্রী হিসেবে কর্তব্য পালনের সুযোগ পেয়েছেন আরও ২০ জন। সবথেকে লক্ষ্যণীয় বিষয় হল, মন্ত্রিত্ব ও দায়িত্ব ভাগ করার ক্ষেত্রে যাতে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সমান সুযোগ দেওয়া হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে গেরুয়া শিবির। দলিত, মুসলিম এবং শিখ সম্প্রদায়-সহ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিদেরও যোগীর নতুন মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। হিসাব বলছে, যোগী-সহ মন্ত্রিসভায় মোট ২১ জন সদস্য উচ্চ বর্ণের প্রতিনিধি। OBC প্রতিনিধি বলতে মন্ত্রিসভায় রয়েছেন ২০ জন। নয়জন মন্ত্রী দলিত পরিবার থেকে উঠে এসেছেন। এছাড়া, মুসলিম এবং শিখ সম্প্রদায় থেকে একজন করে সদস্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এমনকী, যাদবদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিনিধিদের মন্ত্রিসভায় স্থান করে দেওয়া হয়েছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/AWfKjs3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads