Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/iKYhFJU
রামপুরহাটে রওনা CBI আধিকারিকদের, রুজু হল FIR https://ift.tt/vEwcJ5u
Calcutta High Court -এর নির্দেশ পাওয়ার পরেই কাণ্ডের তদন্তে নেমেছে CBI। শুক্রবার সন্ধ্যায় -এর উদ্দেশে রওনা দিয়েছেন -এর আধিকারিকরা। সূত্রের খবর, পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে ১০টি ধারায় FIR রুজু করা হয়েছে। শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নিয়েছে CBI। এদিন সকালেই বগটুইকাণ্ডের কাঁধে তুলে দেয়। পাশাপাশি, আগামী ৭ এপ্রিলের মধ্যেই বগটুইকাণ্ডের প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা করার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয় হাইকোর্ট। এদিন হাইকোর্টের তরফ থেকে বলা হয়, "এই ঘটনায় সত্য উদঘাটন হওয়া প্রয়োজন।" এদিন আদালতের রায়দানের পর মামলাকারীদের আইনজীবী বলেন, "আমরা নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছিলেন। যে জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে এতগুলি অভিযোগ রয়েছে, তাঁর নেতৃত্বে তদন্ত হলে তা নিরপেক্ষ হবে না। তথ্য লোপাটের আশঙ্কার কথাও আদালতে জানিয়েছিলাম। এরপরই আদালত CBI তদন্তের নির্দেশ দেয়।" অন্যদিকে, Rampurhat এর মহকুমা আদালত বগটুইয়ের ঘটনার কাণ্ডে ধৃত আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শুক্রবার অপসারিত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আদালতে তোলা হয়েছিল। আদালতে ঢোকার সময় আনারুল বলেন, “আমি দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি। আমি নির্দোষ। যা বলার আদালতে বলব।" বৃহস্পতিবারই Rampurhat -এর Bogtui গ্রামে গিয়ে West Bengal Chief Minister আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। মমতা বলেন, "আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। কিন্তু, ওঁরা তার কাছে অভিযোগ করেছিল। কেন তা সত্ত্বেও পুলিশ পাঠায়নি তা জানা দরকার। ওকে গ্রেফতার করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।" তাঁর সংযোজন, “এখানকার যিনি SDPO ছিলেন তিনি যখন দেখলেন একজনের মৃত্যু হয়েছে তখন কেন তিনি উপযুক্ত পদক্ষেপ করলেন না যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে! এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। SDPO তাঁর দায়িত্ব পালন করেননি। IC-ও তাঁর দায়িত্ব পালন করেনি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেনি এবং ঘটনার প্রেক্ষিতে যাঁরা পুলিশকে ঠিকমতো কাজে লাগাননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই।" এর আড়াই ঘণ্টার মধ্যেই আনারুলকে তারাপীঠ থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে 'স্পেশাল অপারেশন' চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। DG এবং IGP -র নির্দেশে ১০ দিন বিশেষ অপারেশন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য . প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/iKYhFJU
Previous article
Next article
Leave Comments
Post a Comment