কলকাতা পুলিশেও এবার Work From Home https://ift.tt/3fOZDFu - MAS News bengali

কলকাতা পুলিশেও এবার Work From Home https://ift.tt/3fOZDFu

এই সময়: করোনায় আক্রান্ত হয়ে ফের কলকাতা পুলিশের () এক কর্মী মারা গেলেন। সূত্রে খবর, শুক্রবার রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পুলক মুখোপাধ্যায় (৫৩) নামে ওই পুলিশকর্মীর। তিনি চতুর্থ ব্যাটেলিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রের খবর, এ মাসের প্রথম সপ্তাহে তাঁর শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। তাঁকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই মারা যান তিনি। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতা পুলিশের মোট আটজন কর্মী ও অফিসার মারা গেলেন। এঁদের মধ্যে ছ'জন পুলিশকর্মী, দু'জন প্রশাসনিক কর্মী। পুলকের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া ছিল। তবে তাঁর কোমর্বিডিটি ফ্যাক্টর ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত করোনার দ্বিতীয় দফায় কলকাতা পুলিশে () আক্রান্তের সংখ্যা ছ'শো ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্ত ওসিরা যাতে সপ্তাহে অন্তত একদিন করে করতে পারেন, সেই ভাবনাচিন্তা শুরু হয়েছে। শনিবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের সঙ্গে লালবাজারের উচ্চপদস্থ পুলিশকর্তা, বিভাগীয় ডিসি এবং ওসিদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ওসি বা অতিরিক্ত ওসিদের করোনার মধ্যে আরও অনেক বাড়তি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তাঁরা যাতে এই পরিস্থিতিতে পরিবারকে একটু বেশি সময় দিতে পারেন বা বিশ্রাম নিতে পারেন, সে কথা মাথায় রেখেই তাঁদের অন্তত সপ্তাহে একদিন Work From Home করার ভাবনা। পাশাপাশি এদিনের বৈঠকে থানার মালখানাগুলিকে আরও সাফসুতরো করার জন্য মালখানার নথি ডিজিটাইজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। সিপি হওয়ার পর সৌমেন একাধিক বার শহরের বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। সে সময়েও তিনি মালখানা যাতে ফাঁকা করা যায়, তার উপরে গুরুত্ব দেন। এখন মালখানার নথিপত্র ডিজিটাইজ করার জন্য একটি সফটওয়্যার ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। কলকাতার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SINTfF

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads