Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hzrtFu
সোনিয়ার বড় পদক্ষেপ, 'বিক্ষুব্ধ'দের চাপে রাখতে নিয়োগ ঘনিষ্ঠদের https://ift.tt/2YE3OvS
এই সময় ডিজিটাল ডেস্ক: নেতৃত্ব নিয়ে কংগ্রেসের অন্দরে সম্প্রতি যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, তা সামাল দিতে বৃহস্পতিবার বেশ কয়েকটি পদক্ষেপ করলেন দলের প্রধান সোনিয়া গান্ধী। জয়রাম রমেশকে মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করলেন। রাজ্যসভায় তিনি একটি নতুন কমিটিও তৈরি করে দিয়েছেন। এই কমিটিতে তিনি তাঁর বিশ্বস্ত দুই প্রবীণ কংগ্রেসিকে ফিরিয়ে এনেছেন। কংগ্রেস দলের কোষাধ্যক্ষ, তাঁর রাজনৈতিক উপদেষ্টা আহমদ পটেল এবং কেসি বেণুগোপালকে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে তিনি 'বিক্ষুব্ধ'দের বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। পার্টির তরফে জানানো হয়েছে, আসন্ন অধিবেশনে রাজ্যসভায় যে বিষয়গুলি আসতে পারে, তা মোকাবিলা করতেই এই দুই বরিষ্ঠ নেতাকে কমিটিতে আনা হয়েছে। উদ্দেশ্য, আসন্ন সংসদ অধিবেশনে নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলা। যদিও, রাজনৈতিক মহলের বক্তব্য, আসলে বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ও উপ-নেতা আনন্দ শর্মাকে উপর নিয়ন্ত্রণ রাখতেই ঘনিষ্ঠ দুই প্রবীণকে নতুন কমিটিতে এনেছেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসে অভ্যন্তরে আমূল সংস্কারের দাবি জানিয়ে দলের যে ২৩ শীর্ষ নেতা অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মা রয়েছেন। দলের নেতৃত্ব সংকট নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে নিজেদের মতামত জানাচ্ছেন কংগ্রেস নেতারা। সপ্তাহ দুই আগে তা নিয়ে সোনিয়া গাধীকে চিঠি লেখেন কপিল সিব্বল, গুলাম নবি আজদ, শশী থারুর-সহ ২৩ জন কংগ্রেস নেতা। চিঠিতে যত তাড়তাড়ি সম্ভব একজন পূর্ণমেয়াদি সভাপতি নির্বাচন করার পাশাপাশি দলের অন্দরে রদবদলের আর্জিও জানানো হয়েছিল। চিঠিতে যাঁদের স্বাক্ষর রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, কপিল সিবাল, শশী থারুর, গুলাম নবি আজাদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তনখা, আনন্দ শর্মার নাম, মণীশ তিওয়ারি, রাজ বব্বর, সন্দীপ দীক্ষিত প্রমুখ। গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। পরবর্তী সভাপতি নিয়ে ওয়ার্কিং কমিটিতে আলোচনা হলেও কাউকেই নির্বাচিত করা যায়নি। অন্তবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হন সোনিয়া গান্ধী। ওই সময়ই প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে সভাপতি পদে বসানো নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে রাহুল গান্ধীই 'উচিত নয়' বলে মন্তব্য করেছিলেন। এ প্রসঙ্গে দিনকয়েক আগে প্রিয়াঙ্কা বলেন, গান্ধী পরিবারের বাইরের কাউকে কংগ্রেসের শীর্ষ পদে বসানো উচিত। দাদা রাহুল গান্ধীর পর একই মত পোষণ করেন প্রিয়াঙ্কা। আরও পড়ুন: সেই চিঠি প্রকাশ্যে আসার পরেই কংগ্রেসের অন্দরে হুলস্থুল বেধে যায়। অন্তর্বর্তীকালীন সভাপতির পদ ছাড়তে চান সোনিয়া গান্ধী। বিষয়টি নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক (সিডব্লিউসি) বসলে, সেখানে শীর্ষ নেতাদের ওই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে পরিস্থিতি সামাল দিতে কংগ্রেস যখন হিমশিম খাচ্ছে, সোনিয়া যখন হাসপাতালে ভর্তি, বেছে বেছে সেই সময় কেন এই চিঠিটি লেখা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। আরও পড়ুন: রাজনৈতিক মহলের বক্তব্য, বিক্ষুব্ধদের সাইডলাইনে পাঠাতেই যে এই পদক্ষেপ, তা যাতে মনে হয়, তার জন্য লোকসভাতেও একইরকম কমিটি গড়েছেন সোনিয়া। লোকসভার সচেতক হিসেব লুধিয়ানার সাংসদ রবনীত সিং বিট্টুর নাম ঘোষণা করা হয়েছে। দলের উপ-নেতা করা হয়েছে গৌরব গগৈকে। এই দুই নেতাই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সমর্থক বলে মনে করা হয়। লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী ও মুখ্য সচেতক কে সুরেশ নতুন এই নিয়োগোর বিষয়টি নিশ্চিত করেন। পার্টির একটি সূত্র জানাচ্ছে, ১৪ সেপ্টেম্বর থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে লোকসভায় কংগ্রেসের টিমকে আরও শক্তিশালী করতেই এই নিয়োগগুলি করা হয়েছে। চিঠিতে নাম থাকা মণীশ তিওয়ারি ও শশী থারুরকে লোকসভায় এড়িয়ে যাওয়া হবে বলেও দলনেত্রী নিশ্চিত করেছেন বলে শোনা যাচ্ছে। তবে, এই দু'জনেই কিন্তু সুবক্তা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hzrtFu
Previous article
Next article

Leave Comments
Post a Comment