Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/c63mRCh
‘২৬/১১ হামলার জবাবে আর চুপ থাকবে না ভারত’ https://ift.tt/m0IvzKC
এই সময়: পূর্বতন ইউপিএ সরকারের আমলে, ২০০৮-এর ২৬/১১-এর মুম্বই হামলার পর কোনও জবাব দেয়নি ভারত, কিন্তু এ ধরনের হামলা আবার ঘটলে নয়াদিল্লি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না— এমন মন্তব্য করতে শোনা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ২৬/১১-এর হামলার পর ভারতের তরফে মুখের মতো জবাব দেওয়া হয়নি বলে এর আগেও একাধিকবার ইউপিএ সরকারকে বিঁধেছেন জয়শঙ্কর। রবিবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে ভারতের বিদেশমন্ত্রীকে বলতে শোনা গেল, ‘মুম্বই হামলার সময়ে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি আমরা চাই না। সন্ত্রাস হামলা হবে আর আমরা কোনও জবাব দেব না, এটা হবে না। মুম্বই ভারত তথা পুরো বিশ্বের সন্ত্রাস-বিরোধিতার প্রতীক। ভারত যখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, তারা সন্ত্রাস-দমন কমিটির বৈঠকে নেতৃত্ব দিত। সন্ত্রাস হামলার সাক্ষী থাকা হোটেলেই আমরা সন্ত্রাস-বিরোধী প্যানেল মিটিং করেছি। লোকে জানে, ভারত সন্ত্রাসবাদের কট্টর বিরোধী। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারত এখন নেতা। আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে জ়িরো টলারেন্সের কথা বলি, একটা বিষয় স্পষ্ট— কেউ কোনও হামলা করলে তার যোগ্য জবাব সে পাবে।’ পাকিস্তানের নাম না করলেও পড়শিকে বিঁধে জয়শঙ্করের খোঁচা, ‘সন্ত্রাসের মদতদাতাদের মুখোশও আমাদের খুলে দিতে হবে। সকালে আমরা ব্যবসা করছি, আর রাতে সন্ত্রাসে মদত দিচ্ছি— এটা মেনে নেওয়া যায় না। সবকিছু ঠিকই আছে, এই ভান করা আমাদের দ্বারা হবে না। এখনকার ভারত এটা মেনে নেবে না। বর্তমান ভারত সন্ত্রাসের মুখোশ খুলে দেয়, যেখানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটাও করে।’প্রায় ১৬ বছর আগে মুম্বইয়ের হামলা প্রাণ কেড়েছিল অন্তত ১৬৬ জন মানুষের। সেই হামলা নিয়ে কয়েক মাস আগেও মুখ খুলেছিলেন জয়শঙ্কর। গত এপ্রিলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘মুম্বই হামলার পর পূর্বতন ইউপিএ প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিখেছিলেন— আমরা বসে ডিবেট করলাম, সব বিকল্প খতিয়ে দেখলাম। তার পর কিছু না করার সিদ্ধান্ত নিলাম। কারণ আমাদের মনে হয়েছিল, পাকিস্তানকে আক্রমণ করার খরচ অনেক বেশি।’ রবিবারও জয়শঙ্করের দাবি, এই প্রবণতা এখন অতীত, নরেন্দ্র মোদীর ভারত মুখের মতো জবাব না দিয়ে থামবে না।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/c63mRCh
Previous article
This Is The Newest Post
Next article
Leave Comments
Post a Comment