Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/pGWUhyO
শূন্য থেকে শুরু করতে হবে, মনে করেন মহামেডান কোচ https://ift.tt/T8vPfj1

আইএসএলে ৬ ম্যাচ খেলার পরে তাঁদের আবার নতুন করে শূন্য থেকে শুরু করতে হবে। হায়দরাবাদ এফসির কাছে ০-৪ গোলে হারের পরে এমনই মনে করছেন মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চের্নিশভ। সাদা কালো ব্রিগেডের এই রাশিয়ান কোচের কথায়, ‘আইএসএলে আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেনি প্রচুর গোলের গোলের সুযোগ নষ্ট করে। সঙ্গে প্রতি ম্যাচে গোল খাওয়াটাও বড় ফ্যাক্টর। পরের ম্যাচের আগে দু-সপ্তাহ সময় পাওয়া যাবে। আমাদের নতুন করে তৈরি হতে হবে।’মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারলেও আন্দ্রে চের্নিশভের টিমের মধ্যে লড়াকু চেহারা দেখা গিয়েছিল। কিন্তু নিজামের শহরের টিমের বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ সাদা কালো ব্রিগেডের। এই জয়ে হায়দরাবাদ লিগ টেবলে মহামেডানকে ১২ নম্বরে ঠেলে নিজেরা উঠল ১১ নম্বরে।এই হায়দরাবাদএবার আইএসএলে আদৌ টিম নামাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। স্পনসর বিহীন হায়দরাবাদ গত বছর কার্যত বিদেশি ছাড়া খেলে লিগ টেবলে ‘লাস্ট বয়’ হয়েছিল। এবারও তাদের প্র্যাক্টিস শুরু হয়, লিগ শুরু এক সপ্তাহ আগে। বিদেশিরা পৌঁছয় তারও পরে। তা সত্ত্বেও টিমের স্বদেশি কোচ থাংবই সিংতো কোনও অজুহাত দেননি। খুব দ্রুত টিমটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। ৪ ম্যাচে তারা এক পয়েন্ট আগে পেয়েছিল। এ দিন পঞ্চম পেল পুরো তিন পয়েন্ট।অন্য দিকে, মহামেডান টিমের খেলার গ্রাফ দ্রুত তলানিতে। আইএসএলের প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে ০-১ হার অথবা দ্বিতীয় ম্যাচে গোয়ার সঙ্গে ১-১ ড্র করে তৃতীয় ম্যাচে মহামেডান চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেয়েছিল। চের্নিশভের অ্যাটাকিং ফুটবল নজর কেড়েছিল। হৃদয় জয় করেছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু তার পর থেকেই পতন। টিমটা তলিয়ে গেল শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের কাছে বিশ্রী হেরে। থাংবইয়ের স্ট্র্যাটেজিই ছিল, শুরু থেকেই অ্যাটাকের ঝড় তুলে প্রতিপক্ষকে দমিয়ে দেওয়া। কিন্তু ৪ মিনিটে ব্রাজিলীয় অ্যালান পাউলিস্তা যে গোল তুলে নেবেন, ত ভাবা যায়নি। মহামেডানের ফরাসি স্টপার ফ্লোরেন্ত ওগিয়ের আর গোলকিপার পদম ছেত্রী ভুল বোঝাবুঝি করে গোলটা খাওয়ালেন। ১২ মিনিটে সার্বিয়ান ডিফেন্ডার সাপিচের হেডের গোলে হায়দরাবাদ ২-০ এগিয়ে যায়। ১৫ মিনিটে পাউলিস্তার দ্বিতীয় গোল, ওই ফ্লোরেন্ত নিজের জায়গায় না থাকায়। ০-৩ পিছিয়ে পড়ে মহামেডান পাল্টা আক্রমণ শানায়। তিন বিদেশি ফরোয়ার্ডে চলে যান মহামেডান কোচ। আর্জেন্তিনীয় অ্যালেক্সিস, ব্রাজিলীয় ফ্রাঙ্কার সঙ্গে তিনি জুড়ে দেন আফ্রিকান মানজোকিকে। তাতেও গোল হয়নি। মানজোকির একটা শট পোস্টে লেগে ফেরা ছাড়াও মহামেডানের গোল করার মতো জায়গাতে বারবার পৌঁছেও প্রতিপক্ষের গোলের দরজা খুলতে পারেননি। ৫১ মিনিটে পাল্টা অ্যাটাকে হায়দরাবাদের ডিফেন্ডার পরাগ শ্রীনিবাস দুরন্ত শটে ৪-০ করে যান। মহামেডানের স্থানীয় ফুটবলাররা যেখানে চরম ফ্লপ, সেখানে হায়দরবাদের জংতে, পরাগ, অ্যালেক্স সাজিরা বাজিমাত করলেন।মহামেডানের পরের ম্যাচ ৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। হারের হ্যাটট্রিক আর হারের ডাবল হ্যাটট্রিক করে থাকা দুই টিমের মধ্যে কারা জয়ের সরণি খুঁজে পায়, সেটাই দেখার।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/pGWUhyO
Leave Comments
Post a Comment