জলপাইগুড়ি সরকারি হোমে নিহত নাবালকের তদন্তে গতি, কবর থেকে দেহ তুলল CBI https://ift.tt/b5UWYCy - MAS News bengali

জলপাইগুড়ি সরকারি হোমে নিহত নাবালকের তদন্তে গতি, কবর থেকে দেহ তুলল CBI https://ift.tt/b5UWYCy

: জলপাইগুড়ি সরকারি হোমে মৃত নাবালকের দেহ কবর থেকে তোলার কাজ শুরু করল আধিকারিকরা। গত ১৫ ডিসেম্বর, ২০২২ তারিখে জলপাইগুড়ি সরকারি হোমে কোচবিহারের টাপুরহাটের ওই যুবকের মৃত্যু হয়েছিল। নবালকের পরিবারের লোকেদের অভিযোগ ছিল, হোমে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। এরপর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ CBI তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে CBI। রবিবার টাপুরপুরহাটে মৃত যুবকে বাড়ির পাশের কবর থেকে মৃতদেহ তোলা হয়। কোচবিহার ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০২১ সালের অগাস্ট মাসে গাজা পাচার কাণ্ডে ধরা পড়ে লাবু ইসলাম। সে সময় নাবালক হওয়ায় তাকে জলপাইগুড়ি সরকারি হোমে পাঠানো হয়। বছর দেড়েক সেখানে ছিল সে। এরপর গত ১৫ ডিসেম্বর সরকারি হোমে তার অস্বাভাবিক মৃত্যু হয়। হোমের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ রিপোর্টে জানিয়েছিল, লাবু ইসলাম আত্মহত্যা করেছে। ঘটনার পর মৃত যুবকের পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করে। কারণ লাবু ইসলামের বয়স ১৭ হলেও ময়নাতদন্তে তার বয়স উল্লেখ রয়েছে ৩৪। ফলে এই লাবু ইসলাম তাদের পরিবারের সদস্য কিনা তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে। পাশাপাশি তাদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে ওই যুবকের পরিবার। গত ৯ ফেব্রুয়ারি আদালতের ডিভিশন বেঞ্চ CBI তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। ১৩ মার্চের মধ্যে সেই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ঘটনার তদন্ত করতে কয়েকদিন আগে CBI এর দুই সদস্যের টিম টাপুরহাটে মৃত যুবকের বাড়িতে আসে। তার পরিবারের সদস্যদের ঘণ্টা তিনেক জিঞ্জাসাবাদ করে। এরপর এদিন মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জলপাইগুড়ি সরকারি হোমে কিশোরের রহস্যজনক মৃত্যু ঘটনায় CBI স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ জোন ওয়ানের তরফে FIR দায়ের করা হয়। জলপাইগুড়ি এবং সরকারি হোমের একাধিক আধিকারিকের নামে চার্জশিট পেশ করে CBI। এদের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা, প্রমাণ লোপাট, ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য পেশ-সহ একাধিক ধারায় মামলা হয়েছে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/rWLDx9N
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads