Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UyqFV8T
অভিনন্দনকে কটাক্ষ করে পাকিস্তানের কুরুচিকর আঁতলামি, রেগে কাঁই ভারত https://ift.tt/0ap9hUs

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৩ পাকিস্তান সুপার লিগ। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কলন্দর্সকে আরও একবার খেতাব জয়ের দাবিদার বলে মনে করা হচ্ছে। শাহিন আফ্রিদির এই দল মাঠে যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। কিন্তু, মাঠের বাইরে এই ফ্র্যাঞ্চাইজি এমন একটা কাণ্ড করেছে, যা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছে। ভারতের বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানকে কটাক্ষ করে এই টুইট করা হয়েছে। ব্যাপারটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। লাহোর কলন্দর্স নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে হুসেন তালাতের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর হাতে একটি কাপ দেখতে পাওয়া যাচ্ছে। তবে ছবি পোস্ট করার পাশাপাশি কলন্দর্স ফ্র্যাঞ্চাইজি একটি বিতর্কিত ক্যাপশনও পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, 'এটা তো সেই টি ইজ ফ্যান্টাস্টিক হয়ে গিয়েছে।' এই টুইট মুহূর্তের মধ্যে দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা জমিয়ে ট্রোল করতে শুরু করেছেন।লাহোর কলন্দর্সের টুইট ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাতপাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা হামেশাই ভারতকে কটাক্ষ করার জন্য 'টি ইজ ফ্যান্টাস্টিক' কথাটা ব্যবহার করে থাকেন। এই বাক্যটি প্রথমবার বলেছিলেন ভারতীয় বায়ুসেনা আধিকারিক অভিনন্দন বর্তমান। পাকিস্তান একবার তাঁকে বন্দি করে ফেলেছিল। যখন অভিনন্দন পাকিস্তানে ছিলেন, সেইসময় তাঁর একটি ভিডিয়ো শেয়ার করা হয়। ভিডিয়োয় অভিনন্দনকে জিজ্ঞাসা করা হয় যে তিনি যে চা খাচ্ছেন, তার স্বাদ কেমন? এর জবাবে অভিনন্দন বলেন, 'টি ইজ ফ্যান্টাস্টিক'। অর্থাৎ চা অসাধারণ। এরপর থেকেই পাকিস্তানের ক্রিকেট ফ্যানেরা ভারতকে কটাক্ষ করার জন্য এই কথাটা ব্যবহার করে থাকেন। ভারতীয় ফ্যানেরাও দিলেন যোগ্য জবাবএমন কাণ্ডকারখানার জন্য লাহোর কলন্দর্সকেও তোপের মুখে পড়তে হয়েছে। এই টুইট দেখে ভারতীয় সমর্থকেরা কার্যত ক্ষোভে ফুটতে শুরু করেছেন। আর তারপরই টুইটারে এক নয়া যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ফ্যানেরা পাকিস্তানকে তাদের দারিদ্রতার কথা মনে করিয়ে দেন। টুইটের জবাবে একজন ফ্যান লিখেছেন, 'তোমাদের এখানে চা'টাও তো বাইরের দেশ থেকেই আমদানি করতে হয়।' অপর একজন আবার লিখেছেন, 'তোমরা তো আগে থেকেই দারিদ্রতার অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছ। প্রথমে তো আটা কেনার জন্য নিজেদের সামর্থ্য করে তোলো।' পাশাপাশি কয়েক হাজার মিম শেয়ার করে পাকিস্তানকে অপমান করা হয়েছে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UyqFV8T
Previous article
Next article
Leave Comments
Post a Comment