Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/KjTh8Ur
স্মৃতির অমূল্য স্মৃতি, মুখ্যমন্ত্রীকে 'মমতাময়ী' ছবি উপহার পড়ুয়ার https://ift.tt/hIDEt8e

: উলুবেড়িয়া রঘুদেবপুরের বাসিন্দা স্মৃতি প্রামানিকের অনেক দিনের ইচ্ছে ছিল তার হাতের আঁকা ছবি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া যায়, তাহলে জীবনের একটা বড় পাওনা হবে। যদিও কোনওভাবেই সেই সূযোগ মিলছিল না বেলকুলাই সি কে এ সি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেনীর ছাত্রী স্মৃতি প্রামানিকের। অবশেষে পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসায় সেই সূযোগের সদ্ব্যবহার করতে দেরী করেনি ওই ছাত্রী। গত ৯ ফেব্রুয়ারি পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর হাতে নিজের আঁকা পেনসিল স্কেচ তুলে দিয়েছিল স্মৃতি প্রামানিক। স্মৃতি জানায়, "বিদ্যালয়ে বসেই পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসর খবর পেয়েছিলাম। আর তখনই মুখ্যমন্ত্রীর হাতে নিজের হাতে আঁকা পেনসিল স্কেচ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই। সভার আগের দিন ছবি এঁকে ছবিটিকে বাঁধিয়ে নিই। সভার দিন বিদ্যালয়ের অন্য ছাত্রীদের সঙ্গে সভাস্থলে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনি।"স্মৃতি আরও জানায়, "সভার শেষে যখন সবাই জাতীয় সঙ্গীত গাইছিল সেই সময় আমি ৪/৫ টি বাঁশের ব্যারিকেড টপকে দিদির বের হওয়ার রাস্তার পাশে চলে যাই। যদিও সেখানে দিদির নিরাপত্তা রক্ষীরা আমাকে আটকে দেয়। পরে আমার আঁকা ছবি দেখে আমাকে দিদির কাছে যাওয়ার ছাড়পত্র দেয়।" স্মৃতি জানায়, "এরপর কিছুক্ষন অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী গাড়িতে ওঠার আগে আমি তার হাতে আমার আঁকা ছবি তুলে দিই।" স্মৃতি আরও বলে, "ছবি হাতে পাওয়ার পর দিদি আমাকে বলেছিলেন তুমি আমাকে এত সুন্দর উপহার দিলে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কোনও উপহার নেই। আমি শুধু বলেছিলাম আপনি আমাকে শুধু আশীর্বাদ করুন তাহলেই হবে।" তবে শুধু আশীর্বাদ করেই ছেড়ে দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। স্মৃতি প্রামানিক জানায় শুক্রবার দিদির পাঠানো শুভেচ্ছা বার্তার পাশাপাশি আঁকার খাতা, আঁকার সামগ্রী, ফুলের স্তবক, এক হাঁড়ি দই ও একটি সুন্দর ড্রেস হাতে পেয়েছে সে। পাঠানো উপহার হাতে পাওয়ার পর আপ্লুত স্মৃতি প্রামাণিক জানায় দিদির পাঠানো এইসব উপহার আমার জীবনের সবথেকে পাওয়া বড় উপহার। এসব যেন তার কাছে স্বপ্নের মতই মনে হচ্ছে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/KjTh8Ur
Previous article
Next article
Leave Comments
Post a Comment