Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/DMbC35v
মণিপুরের মুখ্যমন্ত্রীর বাংলোর অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহুতল https://ift.tt/vjadsJh
মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এক বাড়িতে বিধ্বংসী আগুন। মণিপুরের রাজধানী ইম্ফলে শনিবার বিকেল পাঁচটা নাগাদ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের কাছে এক ভবনে আগুন লাগে। ওই ভবন থেকে মুখ্যমন্ত্রী এন বীরেন বাংলোর দূরত্ব মেরেকেটে কয়েকশো মিটার। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পুলিশ জানিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যে ভাবনটি ইম্ফল পশ্চিমের এসআই জানিয়েছেন, কুকি ইন ওল্ড লাম্বুলানের কাছে ফাঁকা ভবনটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ইম্ফল পশ্চিম পুলিশের দল ও দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির একতলা আংশিক ভাবে পুড়ে গিয়েছে।পুলিশ বিবৃতিতে জানিয়েছে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। তবে এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, যে অঞ্চলে ওই ভবনটি অবস্থিত সেখানে একাধিক পরিবারের বসবাস ও কুকিদেরও অফিস রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ভবনে কুকির জনগোষ্ঠী পরিচালিত কুকি ইনপি নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ওই সংগঠনের পক্ষ থেকে কুকিদের জন্য স্বশাসিত পর্ষদ গঠনের দাবিও তোলা হয়েছে। তবে কয়েক বছর ধরে ভবনটি ফাঁকাই পড়ে রয়েছে। হতাহতের খবর নেই। কেউ ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।দেখুন ভিডিয়ো প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তপ্ত মণিপুর। ভোটপর্ব মিটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু এবং ঘর ছাড়ার ঘটনা ঘটেছে মণিপুরের জিরিবাম জেলায়। তার মধ্যেই গত সোমবার অর্থাৎ ১০ জুন সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর মুখ্যমন্ত্রী বীরেনের নিরাপত্তাকর্মীদের কনভয়ে দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। এই হামলার ঘটনায় গুরুতর আহত হন একজন পুলিশকর্মী। জিরিবাম জেলায় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে যে অশান্তির আগুন ছড়িয়েছিল, তার জেরে ৮০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই অঞ্চল পরিদর্শন করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই সময় তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চলে। এই হামলার ঘটনায় মোইরাংথেম আজেশ নামে এক পুলিশকর্মী আহত হন। লোকসভা ভোট মিটতে না মিটতেই মণিপুরে নতুন করে শুরু হয়েছে অশান্তি।
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/DMbC35v
Previous article
Next article
Leave Comments
Post a Comment