অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, নয়া রেকর্ডের দিকে জ্বালানি! https://ift.tt/3d00odZ - MAS News bengali

অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, নয়া রেকর্ডের দিকে জ্বালানি! https://ift.tt/3d00odZ

এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন ভারতের বাজারে তেলের দাম কনমছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সদ্যই বিশ্ববাজারে তেলের দাম পড়েছে। সেই প্রভাব ভারতে আসতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের আশা ভারতে লিটার প্রতি 5 টাকা সস্তা হতে পারে জ্বালানি। অন্যদিকে কেন্দ্র এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পর থেকে দেশের একাধিক বড় শহরে অপরিবর্তিত রয়েছে পেট্রল-ডিজেলের দাম। এই তালিকাতে রয়েছে খোদ কলকাতাও। গত 26 দিনে কলকাতাসহ দিল্লিতে বাড়েনি বা কমেনি পেট্রল-ডিজেলের দাম। আগে এমন হয়নি তা নয়। এর আগেও 40 দিনের বেশি সময় ধরে স্থির ছিল ডিজেলের দাম। প্রায় 30 দিন অপরিবর্তিত ছিল পেট্রলও। কিন্তু একই সঙ্গে পেট্রল ও ডিজেল উভয় জ্বালানির দাম এমন স্থির হওয়া সাম্প্রতিক কয়েক বছরের ইতিহাসে কার্যত নজিরবিহীন ব্যাপার। একনজরে দেখে নেওয়া যাক আজকের পেট্রল ডিজেলের দাম- কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( in Kolkata) কলকাতাতে আজও স্থির পেট্রল-ডিজেলের দাম। তবে সেই দামও বেশ কিছুটা চড়া। কলকাতাতে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে 104 টাকা 67 পয়সা। পাশাপাশি ডিজেলের দর রয়েছে প্রতি লিটারে 89 টাকা 79 পয়সা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol in New Delhi) দিল্লিতে কলকাতার চেয়ে জ্বালানি কিছুটা সস্তা বিকোচ্ছে। গত 25 দিনে পেট্রল-ডিজেলের দামে কোনও হেরফের হয়নি দিল্লিতে। রাজধানী শহরে লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে 103 টাকা 97 পয়সা । অন্যদিকে আজ ডিজেলের দর রয়েছে 86 টাকা 67 পয়সা। মুম্বইয়ে পেট্রল (Petrol Diesel Price in Mumbai) এক্সাইজ ডিউটিতে ছাড়ের পরেও রয়েছে প্রতি লিটার 109 টাকা 98 পয়সা। অন্যদিকে ডিজেলের দর রয়েছে প্রতি লিটারে 94 টাকা 14 পয়সা। মেট্রো শহরের মধ্যে মুম্বইতেই পেট্রলের দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Chennai) গত বেশ কয়েকদিনে পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই শহরে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 101 টাকা 40 পয়সা। পাশাপাশি পাশাপাশি ডিজেলের দাম রয়েছে 91 টাকা 43 পয়সা।
শহর পেট্রল ডিজেল
কলকাতা 104.67/L 89.79/L
দিল্লি 103.97/L 86.67/L
মুম্বই 109.98/L 94.14/L
চেন্নাই 101.40/L 91.43/L


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3rpU47N
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads