সাতে সাত, ব্যালন ডি’ওর ফের মেসির হাতেই https://ift.tt/3o4q13m - MAS News bengali

সাতে সাত, ব্যালন ডি’ওর ফের মেসির হাতেই https://ift.tt/3o4q13m

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বফুটবলে সেরার মুকুট লিওনেল মেসির মাথায়। রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে ফেলে ব্যালন ডি’ওর উঠল Lionel Messi-এর হাতে। এরফলে সাতবার মজিতলেন তিনি। মেসি ভেবেছিলেন এবার ব্যালন ডি’অর হয়ত রবার্ট লেওয়নডস্কি পাবেন। কিন্তু ফরাসি ফুটবলের ভোটে মেসির হাতে ওঠে। দ্বিতীয় স্থানে লেওনডস্কি ও তৃতীয় স্থানে জর্জিনো। কয়েকদিন আগে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় পাচ্ছেন রবার্ট লেওনডস্কি। সবাই ভেবেছিল সেটাই হয়ত সত্যি হতে চলেছে। কিন্তু তা হল না। তবে আশ্চর্যজনকভাবে ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচজনের মধ্যে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মহম্মদ সালাহ ও কিলিয়ান এমবাপে। চতুর্থ স্থানে রয়েছে করিম বেঞ্জিমা ও পঞ্চম স্থানে রয়েছেন কন্তে। অন্যদিকে মহিলা ফুটবলারদের মধ্যে ব্যালন ডি’ওর পেয়েছেন অ্যালেক্সিয়া পুতেল্লাস। তাঁর সতীর্থ জেনিফার হার্মোসন দ্বিতীয় স্থানে শেষ করেন। চেলসির ফরওয়ার্স স্যাম কের তৃতীয় স্থানে শেষ করেন। বছরের সেরা পুরুষ ও মহিলা ক্লাব নির্বাচিত হয় চ্য়াম্পিয়ন্স লিগ জয়ী চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইন গোলকিপার জিয়ানলুইগি ডোন্নারুম্মা লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড পান। এই তালিকায় চেলসির এডুয়ার্ড মেন্ডি আছেন দ্বিতীয় স্থানে ও অ্যাটলেটিকো মাদ্রিদের জ্যান ওব্লাক আছেন তৃতীয়তে। ব্যালন ডি’ওর না পেলেও রবার্ট লেওনডস্কি স্ট্রাইকার অফ দ্যা ইয়ার পুরস্কার পান। বুন্দেশলিগায় গার্ড মুলারের দীর্ঘকালীন রেকর্ড ভাঙেন তিনি। ৪১ টা গোল করেন। যার জন্যই তিনি সেরা স্ট্রাইকার নির্বাচিত হলেন। কোপা ট্রফি পান বার্সা মিডফিল্ডার পেড্রি। ২১ বছরের নিচে প্লেয়ার যারা ভালো খেলে তাদের এই পুরস্কার দেওয়া হয়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/31gxiVb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads