মধ্যরাতে কংগ্রেসের প্রার্থী বদল, এখনও তালিকায় পার্থ মিত্র https://ift.tt/3piFMDw - MAS News bengali

মধ্যরাতে কংগ্রেসের প্রার্থী বদল, এখনও তালিকায় পার্থ মিত্র https://ift.tt/3piFMDw

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা পুর নির্বাচনের () জন্য তৃতীয় দফার তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। তাও সোমবার মধ্যরাতে। এই দফায় মোট ৩২টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এই ৩২ জন প্রার্থীর মধ্যে পাঁচজন আগের ঘোষিত প্রার্থীকেই বদল করা হয়েছে। প্রথম দফায় ৬৬ জন, দ্বিতীয় দফায় ২৯ এবং তৃতীয় দফায় ২৭ জন। তিন দফা ঘোষণা মিলিয়ে কংগ্রেস মোট তিন দফায় ১২৭ ওয়ার্ডে প্রার্থী দিল। ১৭টি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ঘোষণা করল না। এই ওয়ার্ডগুলিতে বামদের সমর্থন করার বার্তা দেওয়া হয়েছে। জোট না হলেও উভয়পক্ষই একই পন্থা অবলম্বন করল পুরভোটে। কোন কোন প্রার্থী বদল? বদল করা হয়েছে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে। আগে ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল সফিকুল খাদিমকে। এবার সেখানে প্রার্থী কার্তিক সাউ। এছাড়াও ১৫ নম্বর ওয়ার্ডের নতুন প্রার্থী হলেন রুমা হালদার। আগে টিকিট দেওয়া হয়েছিল সুস্মিতা চক্রবর্তীকে। ৩৫ নম্বর ওয়ার্ডে ইন্দ্রানী পাল চৌধুরীর জায়গায় মহম্মদ ওয়াইসকে প্রার্থী করা হল। ৯২ ওয়ার্ডে প্রার্থী ছিলেম চন্দন মুখোপাধ্যায়। তাঁর জায়গায় আনা হল তারক ভদ্রকে। ৯৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হল তরুণ গুহকে। এই ওয়ার্ডে টিকিট পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এদিকে, বদল করা হল না ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী পার্থ মিত্রকে (Partha Mitra)। এখনও প্রার্থী তালিকায় কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পার্থ মিত্র জানিয়েছিলেন, তিনি তৃণমূলেই আছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি তৃণমূলেই আছি। ববি হাকিমের আশীর্বাদে এই দলের হয়েই কাজ করব। দলের টিকিট না পেলেও দলের সাধারণ কর্মী হিসেবে থাকব। অন্য দলে যাইনি।' পার্থ মিত্রকে পাশে নিয়েই ফিরহাদ বলেন, 'ও কখনই দল ছাড়ার কথা ঘোষণা করেনি। তৃণমূলেই আছে পার্থ। ওঁকে ভুল বুঝিয়েছিল কংগ্রেস (Congress)।' আর এই নিয়ে নতুন করে শুরু হয়েছে কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক তরজা। কলকাতার পুর নির্বাচনে (Kolkata Municipal Corporation) তৃণমূলের তরফে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। দলত্যাগ করার কথাও সাংবাদিকদের জানিয়েছিলেন। এরপরই কংগ্রেসের তরফে ৮ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু, ফের পালটি খান এই নেতা। সেই পার্থ মিত্রকে এখনও তালিকাতেই রেখে দিয়েছে হাত শিবির।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/31fqnLO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads