Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/w2bcNZh
নাগাড়ে বৃষ্টিতে তছনছ সিকিম! মৃত ৬, আটকে ২০০০ পর্যটক https://ift.tt/aBsGTrU
সিকিমে বিপর্যয়। এক নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে একাধিক জনের ভেসে যাওয়ার খবর মিলেছে। টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তা ধসে গিয়েছে। ধসের জেরে বহু বাড়ি ধসে যাওয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। আহতও বহু মানুষ। সিকিমে প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে ছয় জনের। লাচুং ও চুংথাং-এ আটকে পড়েছেন প্রায় ২০০০ পর্যটক। আবহাওয়ার সামান্য উন্নতি হলে বিমানে করে বা সড়কপথে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। সিকিমে মুখ্য সচবি বিজয় ভূষণ পাঠক এপ্রসঙ্গে জানিয়েছেন, লাচুং, লাচেন ও চুংথাংয়ের অবস্থায় খারাপ হলেও ভয়ঙ্কর নয়। আবহাওয়ার সামান্য উন্নতি হলেও পর্যটকদের বিমান ও হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। সিকিমের পর্যটক ও অসামরিক বিমান পরিবহণ বিভাগের প্রধান সচবি সিএস রাও জানিয়েছেন আটকে পড়া পর্যটকরা নিরাপদ ও তাঁদের পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাঁর আরও সংযোজন, প্রয়োজন হলে পর্যটকদের সড়ক পথেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। মংগনের জেলাশাসক হেম কুমার ছেত্রি জানিয়েছেন, আবহাওয়ার উন্নতির উপর নির্ভর করে রবিবারের মধ্য়ে সকলকে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভব হবে বলে আশা। পাকশপে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুনরায় বিদ্যুৎ পরিষেবা ঠিক হলেও এখনও বন্ধ মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। লাচুং, লাচেন সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যা হচ্ছে উদ্ধারকাজেও। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। উদ্ধারকাজ চলছে জোরকদমে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সংকলন সেতু। সেনার সাহায্যে রাস্তা ও অস্থায়ীভাবে সংকলনের সেতু তৈরি করে পর্যটকদের ফিরিয়ে আনার ভাবনাচিন্তা করা হচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ NH১০। মেলি থেকে ছিতরে, মেলি থেকে ২৯ মাইল সহ কয়েকটি জায়গায় বর্তমানে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প পথ জানিয়েছে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। আপাতত ছোট গাড়ি মানসং, ১৭ মাইল, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। বড় এবং ভারী গাড়ি পেডং, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়া-আসা করবে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ২৭ মাইল থেকে তিস্তা ভ্যালি হয়ে পৌঁছানো যাবে বলে জানিয়েছে প্রশাসন। মংগন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে।
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/w2bcNZh
Previous article
Next article
Leave Comments
Post a Comment