Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/irMWSZu
কিমের মিসাইল পড়ল জাপানে, গুপ্তচর বেলুন নিয়ে হুঁশিয়ারি আমেরিকার https://ift.tt/nY1gJ6y

ফের একবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উন। যা গিয়ে পড়ল জাপানে। শনিবারের উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে নতুন করে দক্ষিণ চিন সাগরে ছড়াল যুদ্ধের আতঙ্ক। উত্তর কোরিয়া প্রশাসন সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ হঠাৎই সামরিক মহড়ার নির্দেশ দেন কিম। সেই মহড়ার অংশ হিসেবেই আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলটি পরীক্ষা করা হয়। কিম প্রশাসন জানিয়েছে, মিসাইলটিকে লঞ্চ করার জন্য রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দর ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য়, ২০১৭-য় শেষবার এই মিসাইল পরীক্ষা করা হয়েছিল। মিসাইলটির পোশাকি নাম । কিমের এই মিসাইল পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । সিওলের সেনাকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই মিসাইলটি ছোড়া হয়। লঞ্চার ছাড়ার পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬৬ মিনিট আকাশে ছিল। পরে সেটি উড়ে গিয়ে জাপান সাগরের -এ গিয়ে পড়ে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেন কিম। তবে গত সাত সপ্তাহ কোনও রকম মিসাইল পরীক্ষা করেনি উত্তর কোরিয়া। শনিবারের মহড়ার পর সেদেশের এক সেনাকর্তার জানান, "মূল মার্কিন ভূখণ্ডে প্রত্যাঘাত করতে আমাদের আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলি কতটা সক্ষম, সেটা জানতেই এই পরীক্ষা করা হয়েছে। যাবতীয় সুরক্ষা বিধি মেনেই এই মিসাইল ছোড়া হয়েছিল।"উল্লেখ্য, রবিবার থেকে মার্কিন ফৌজের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় নামছে দক্ষিণ কোরিয়ার সেনা। ঠিক তার আগের দিন কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এর মাধ্যমে আমেরিকাকে ফের একবার হুঁশিয়ারি দিলেন কিম। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা কোনও নতুন ঘটনা নয়। প্রায় প্রায়ই এই এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান কিম। তা সত্ত্বেও শনিবারের ঘটনাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে আমেরিকা। মার্কিন নৌসেনার এক অফিসারের কথায়, "আগের বারেই চেয়ে এই মিসাইল পরীক্ষাকে আলাদা নজরে দেখতে হবে। কারণ এবার সামরিক মহড়ার চালিয়েছে পিয়ংইয়ং। তাছাড়া মূল মার্কিন ভূখণ্ডে হামলার হুমকিও দেওয়া হয়েছে। ফলে কোনওভাবেই অগ্রাহ্য করা সম্ভব নয়।" অন্যদিকে কিমের এই মিসাইলকে অপ্রতিরোধ্য বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া। এই মিসাইল পরীক্ষার পর অবশ্য মার্কিন সেনার সঙ্গে যৌথ মহড়া বাতিল করা হয়নি। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মেলে একাধিক চিনা । ফাইটার জেট থেকে মিসাইল ছুড়ে সেই বেলুনগুলিকে ধ্বংস করে মার্কিন বায়ুসেনা। শনিবার এই ইস্যুতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং লি-কে সতর্ক করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিকেন। শনিবার জার্মান শহর মিউনিখে একটি আলোচনা সভায় যোগ দেন ব্লিকেন ও ওয়াং লি। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠক সারেন তাঁরা। সূত্রের খবর, ওই বৈঠকে ব্লিকেন বলেন, মার্কিন আকাশে গুপ্তচর বেলুন পাঠিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে চিন। ভবিষ্যতে এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না। এর পাশাপাশি প্রসঙ্গও তোলেন মার্কিন বিদেশ সচিব। তাঁর অভিযোগ, এই যুদ্ধে ঘুরপথে রাশিয়াকে নানাভাবে সাহায্য করে চলেছে চিন। এই পরিস্থিতি চলতে থাকলে চিনের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/irMWSZu
Previous article
Next article
Leave Comments
Post a Comment