চুলোয় যাক সব! 'ছোলে-ভটুরে' দেখেই চোখ চকচক বিরাটের, ভাইরাল ভিডিয়ো https://ift.tt/DW5Qvon - MAS News bengali

চুলোয় যাক সব! 'ছোলে-ভটুরে' দেখেই চোখ চকচক বিরাটের, ভাইরাল ভিডিয়ো https://ift.tt/DW5Qvon

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটা দিল্লিতে আয়োজন করা হয়েছে। এই ম্যাচে বিরাট কোহলিকে () ভুল আউট দিয়েছেন অন-ফিল্ড আম্পায়ার। এরপর রাগে ফেটে পড়েন কিং কোহলি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ওই বিতর্কিত আউট নিয়েই কথা বলছিলেন বিরাট কোহলি। আচমকাই ড্রেসিংরুমে একজন স্টাফ মেম্বার খাবার হাতে প্রবেশ করেন। আর ওই খাবার দেখামাত্রই বিরাট কোহলির যাবতীয় রাগ গলে জল হয়ে যায়। তিনি এমন প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে যে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কোনও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেইসময় একজন স্টাফ মেম্বার ড্রেসিংরুমে ঢুকে তাঁদের খাবারের জন্য ডেকে যান। খাবার দেখামাত্রই বিরাট কোহলির মুড একেবারে চেঞ্জ হয়ে যায়। বিরাটের এই প্রতিক্রিয়া দেখার পর ফ্যানেরাও কমেন্ট করতে শুরু করেছেন। কয়েকজন ফ্যান তো এও দাবি করেছেন যে ওই প্লেটের মধ্যে নিশ্চয়ই 'ছোলে-ভটুরে' ছিল।'রাম কে ছোলে-ভটুরে' খেতে ভালোবাসেন বিরাটএই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিরাট কোহলি যে ছোলে-ভটুরে খেতে ভালোবাসেন, সেটা আজ আর কারোর কাছেই অজানা নয়। বেশ কয়েকবার তো তিনি নিজের মুখেই স্বীকার করেছেন, দিল্লির 'রাম কে ছোলে-ভটুরে' খেতে তিনি খুব ভালোবাসেন। যখনই দিল্লিতে আসুন না কেন, এই দোকানের ছোলে-ভটুরে তিনি অবশ্যই একবার টেস্ট করে যান। এই পরিস্থিতিতে ওই স্টাফ মেম্বার যখন ড্রেসিংরুমের ভিতরে বিরাট কোহলিকে খাবারের ব্যাপারে বলেন, ঠিক সেইসময় বিরাট আর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। এই ভিডিয়ো দেখার পরই ফ্যানেরা কল্পনা করতে শুরু করেছেন যে ওই থালার মধ্যে আসলে কী ছিল যা দেখামাত্রই কোহলি একেবারে আনন্দে ডগমগ করে উঠলেন।এই ভিডিয়ো দেখার পর কমেন্ট করেছে ফুড ডেলিভারি সংস্থাও। Zomato লিখেছে, 'যখন আপনার কাছে রাম কে ছোলে-ভটুরে অর্ডার চলে আসে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দিল্লি টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের মান বাঁচালেন অক্ষর প্যাটেল (৭৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩৭)। তাঁদের মধ্যে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেই দৌলতেই শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। ভারত প্রথম ইনিংসে ৮৩.৩ ওভারে ২৬২ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার ইনিংস থেকে তারা ১ রানে পিছিয়ে থাকে। কোহলিকে এই ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, কপাল খারাপ থাকার কারণে তিনি বড় ইনিংস খেলতে পারলেন না। কুহনম্যানের ডেলিভারিতে কোহলিকে LBW আউট দেন আম্পায়ার। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক রিভিউ নিলেও শেষপর্যন্ত সিদ্ধান্ত আর তাঁর পক্ষে যায়নি। বলটা আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে, সেটাই বুঝতে পারা যাচ্ছিল না। অবশেষে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হয় এবং বিরাটকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/x7ER0kD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads