'কাজ তো শেষ হয়নি', টানা ৩০ বছর ক্ষমতায় থাকার শাহি-শপথ https://ift.tt/QiuXKSB - MAS News bengali

'কাজ তো শেষ হয়নি', টানা ৩০ বছর ক্ষমতায় থাকার শাহি-শপথ https://ift.tt/QiuXKSB

একটানা ৩০ বছর রাজত্ব করতে হবে বিজেপিকে। তবেই প্রকৃত অর্থে 'বিশ্বগুরু' হয়ে উঠবে ভারত। শনিবার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন মহারাষ্ট্রের পুণেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশিত হয়। ওই বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন শাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "আমাদের কাজ এখনও শেষ হয়নি। ভারতকে সত্যি সত্যিই বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে হলে টানা তিন দশক ক্ষমতা থাকতে হবে বিজেপিকে।" তবেই এই স্বপ্ন পূরণ হবে বলে জানিয়ে দেন শাহ। টানা ৩০ বছর পদ্ম-শিবিরকে কোথায় কোথায় ক্ষমতায় থাকতে হবে? এদিন তাও স্পষ্ট করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "পঞ্চায়েত থেকে শুরু করে সংসদ পর্যন্ত --- সর্বত্রই বিজেপির টানা তিন দশক ক্ষমতায় থাকা নিশ্চিত করতে হবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা ওই বইটিতে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? এদিনের অনুষ্ঠানে সেই প্রসঙ্গও তোলেন । তাঁর কথায়, "কী ভাবে সফল গণতন্ত্র তৈরি করতে হয়? কী ভাবে সাফল্যের সঙ্গে তা পরিচালনা করতে হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এই বইতে।" শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি পান একনাথ শিন্ডে। এই ইস্যুতে বিজেপি ও কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শানায় উদ্ধব ঠাকরে গোষ্ঠী। শনিবারের অনুষ্ঠানে শাহ বলেন, "সত্যের জয় হয়েছে। কমিশন দুধ কা দুধ, পানি কা পানি করে দিয়েছে।" রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, কমিশনের এই সিদ্ধান্তের জেরে আগামী ভোটে মহারাষ্ট্রে বড় ধরনের সুবিধা পাবে বিজেপিও। অন্যদিকে শনিবারই বিরোধী ঐক্যের ডাক দেন তথা JD(U) সুপ্রিমো নীতিশ কুমার। এক সময়ের বিজেপি জোটসঙ্গী নীতিশ বলেন, "বিরোধী জোট তৈরি হলে ২০২৪-র লোকসভা নির্বাচনে ১০০ আসনও পেরোতে পারবে না বিজেপি।" তবে জোট গড়তে কংগ্রেসকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। পাটনার ওই অনুষ্ঠানে জোটের পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি বলেন, "কংগ্রেসের লক্ষ্যের সঙ্গে অনেক দলেরই মিল রয়েছে। কিন্তু তার পরও কে আগে এগিয়ে এসে জোট তৈরি করবে, এই নিয়ে সমস্যা রয়েছে।" এই সমস্যা দ্রুত মিটবে বলে আশাপ্রকাশ করেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/KtC4xXj

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads