মধ্যপ্রদেশে মহানাটক? মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে তলব শিবরাজের https://ift.tt/y8Pez5j - MAS News bengali

মধ্যপ্রদেশে মহানাটক? মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে তলব শিবরাজের https://ift.tt/y8Pez5j

হাতে ১২ ঘণ্টা সময় নিয়ে রবিবার আসতে হবে রাজধানীতে। মন্ত্রিসভার সদস্যদের দেওয়া বিজেপি শাসিত শিবরাজ সিং চৌহানের এই নির্দেশ ঘিরে তুঙ্গে জল্পনা। রবিবার নিজের বাসভবনেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। সেই বৈঠকে যোগ দিতে আসা ক্যাবিনেটের সদস্যদের ১২ ঘণ্টা হাতে সময় নিয়ে ভোপালে আসতে বলেছেন শিবরাজ। নাম প্রকাশে অনিচ্ছুক শিবরাজ মন্ত্রিসভার এক সদস্যের দাবি, "রবিবার সকাল ১১টার মধ্যে সবাইকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যেতে বলা হয়েছে। নিজের বাসভবনে প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলবেন শিবরাজজী।" সূত্রের খবর, মধ্যপ্রদেশ মন্ত্রিসভার বৈঠক শুরু হবে সন্ধ্যা ৬টায়। "ক্যাবিনেট বৈঠকেও সকলের উপস্থিতি বাধ্যতামূলক। তবে ঠিক কী নিয়ে বাসভবনে শিবরাজজী আমাদের সঙ্গে আলোচনা করবেন, তা জানা নেই।" সংবাদমাধ্যমকে জানিয়েছেন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, রবিবার বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন । সেই কারণেই এভাবে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে ডেকে পাঠিয়েছেন তিনি। এক্ষেত্রে গুজরাট মডেল অনুসরণ করা হতে পারে বলেও অনুমান তাঁদের। কী এই গুজরাট মডেল? বিধানসভা ভোটের ঠিক ২২ মাস আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সরে দাঁড়ান বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পদ্ম শিবিরের তরফে মুখ্যমন্ত্রী করা হয়। নতুন মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করেন তিনি। গত বছর অর্থাৎ ২০২২-এ গুজরাট বিধানসভার ভোট হয়। সেই ভোটে বিপুল আসন জিতে ক্ষমতায় ফেরে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিল বিজেপি। ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বের নতুন করে মন্ত্রিসভা গঠন ছিল গুজরাট জয়ের অন্যতম কারণ। চলতি বছরের একেবার শেষলগ্নে ভোট রয়েছে মধ্যপ্রদেশ বিধানসভাতেও। গুজরাটের মতো সেখানেও এই একই ফর্মুলা বিজেপি প্রয়োগ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। যদিও গেরুয়া শিবিরের একাংশের দাবি, বিকাশ যাত্রা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই কারণেই সবাইকে নিজের বাসভবনে ডেকেছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রদেশে বিকাশ যাত্রা শুরু করেছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। এই কর্মসূচি শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। উল্লেখ্য, গত বুধবার মহারাষ্ট্রের নাগপুরে সদর দফতরে যান শিবরাজ সিং চৌহান। সেখানেই সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বিজেপির আদর্শগত গুরু হিসেবে পরিচিত সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে কেন শিবরাজ বৈঠক করতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। সেই বৈঠকের পরপরই মন্ত্রিসভার সদস্যদের নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। ফলে সকলের নজর রয়েছে সেই বৈঠকের দিকে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/oKWXHFV

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads