Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/O7fw3RC
বালিগঞ্জ-আসানসোল উপ-নির্বাচনের প্রচারে নেই নাম, মুখ খুললেন লকেট https://ift.tt/Q3iG5s4
সামনেই বালিগঞ্জ এবং আসানসোল বিধানসভায় উপনির্বাচন। তার আগে স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে BJP। ওই তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম রয়েছে। কিন্তু, দলের সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও সেখানে নাম নেই লকেট চট্টোপাধ্যায়ের। এ প্রসঙ্গে এই সময় ডিজিটালের তরফ থেকে লকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দল প্রয়োজন মনে করেনি। তাই আমাকে রাখেনি। এ নিয়ে আমি আর কী বলব। যাঁরা তালিকা তৈরি করেছেন, তাঁদের যেটা মনে হয়েছে সেটাই করেছেন। কেন করলেন সেটাও তাঁরাই বলতে পারবেন।" পুরসভা নির্বাচনে BJP -র শোচনীয় হারের পর "আত্মবিশ্লেষণের" কথা বলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণেই কি তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হল? এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে লকেট বলেন, "এটা আমি সত্যিই জানি না।" আপনার কি এখনও মনে হয় যে দলের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে? লকেটের উত্তর, "এটা দলের বিষয়। দলের অন্দরে আমি কী বলেছি, সেটা বাইরে কখনওই বলব না। এ প্রসঙ্গে কিছুই বলতে চাই না।" সাম্প্রতিক উপনির্বাচনে BJP র তারকা প্রচারকের তালিকায় লকেটের নাম ছিল। ভবানীপুর উপনির্বাচনের সময় Star Campaigner হিসেবে নাম থাকলেও প্রচারে যাননি নেত্রী। সে সময় শোনা গিয়েছিল তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। সে সময় বিতর্ক উস্কেছিল কুণাল ঘোষের Tweet। তিনি লিখেছিলেন, ‘ভবানীপুরে তারকা প্রচারক হিসেবে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁকে একই সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন। BJP -এর তরফ থেকে অনেক করে বলা হলেও, আপনি আসেননি। বন্ধু হিসেবে আপনার ভালো চাই। যেখানেই থাকুন ভালো থাকুন। আসলে পৃথিবীটা খুব ছোট। আশা করি পুরনো সেই দিনের মুহূর্তগুলো ফিরে আসবে আবারও।" এরপরেই রটে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। Kalighat -এও নাকি গিয়েছিলেন! পরবর্তীতে গুজব উড়িয়ে লকেটের টুইট, "সংবাদপত্রের খবরটি ভুয়ো। আমি সাধারণত ভুয়ো খবরে কান দিই না। কিন্তু এটায় গুরুত্ব দিতে বাধ্য হলাম। প্রথমেই বলে রাখি, আয়ারাম-গয়ারাম রাজনীতিতে আমি বিশ্বাস করি না। ভুয়ো খবর ছড়াচ্ছে কিছু সংবাদমাধ্যম। এভাবে বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।" যদিও BJP সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জ এবং আসানসোলে প্রচার করতে পারবেন কি না, তা লকেটের কাছে জানতে চাওয়া হয়েছিল। লকেটও জানিয়েছিলেন তাঁর কোনও অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য . প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/O7fw3RC
Previous article
Next article
Leave Comments
Post a Comment