Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/o9Mg5eT
ঝালদায় কংগ্রেস নেতা খুনে বোকারো থেকে গ্রেফতার আরও ১ https://ift.tt/TnteGOx

কাণ্ডে তপন কান্দু খুনের ঘটনায় ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার কলেবর সিং৷ দাদা নরেন কান্দুকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি থানার কুটিডি গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী আসিফ খানকেও জিজ্ঞাসাবাদ করছে সিট। নরেন কান্দুর ছেলে দীপক কান্দুকে এই ঘটনায় প্রথম জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে । বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। পুলিশ হেফাজতে নিয়ে তার সঙ্গে নরেন কান্দুকে মুখোমুখি বসিয়ে জেরা করছে সিট৷ জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন , আইজি (বাঁকুড়া রেঞ্জ) সুনীল চৌধুরী, সিটের মাথায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) চিন্ময় মিত্তল, এই কেসের তদন্তকারী আধিকারিক ডিএসপি (হেড কোয়ার্টার) সহ একাধিক পুলিশের আধিকারিকের উপস্থিতিতে চলে জেরা। জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন জানান, "এই ঘটনায় একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মধ্যে নরেন ও আসিফ ও রয়েছে।" আইনজীবী তন্ময় চক্রবর্তী জানান, ‘এই ঘটনায় বোকারোর বাসিন্দা কলেবর সিং নামে আর একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বাবার নাম সম্পদ সিং৷ পুলিশ ১৪ দিনের জন্য হেপাজতে চেয়েছিল৷ যা তারা পেয়েছেন৷ উল্লেখ্য, আগেই পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় অভিযুক্তর স্কেচ প্রকাশ করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একজন প্রত্যক্ষদর্শীর বয়ানের ওপর ভিত্তি করে খুনির স্কেচ করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, কংগ্রেস নেতার আততায়ীকে যে ধরে দিতে পারবেন, তিনি মোটা অঙ্কের নগদ পুরস্কার পাবেন। তবে সেই টাকার অঙ্ক কত সে বিষয়ে কিছু পুলিশের তরফে বলা হয়নি৷ প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে, কংগ্রেস কাউন্সিলরকে যারা খুন করেছে, তারা সুপারি কিলার। অন্য রাজ্য থেকে ভাড়া করে নিয়ে এসে, তাদের খুনের বরাত দেওয়া হয়েছিল। ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। এ বারের পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীপক। এমনকী, নিহত তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। স্বামীর হত্যাকাণ্ডে আইসির যোগ থাকার অভিযোগের ব্যাপারে তপন কান্দুর স্ত্রী, জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/o9Mg5eT
Leave Comments
Post a Comment