শেষবেলায় এভিন লুইস ঝড়, IPL-এ প্রথম জয় লখনউয়ের https://ift.tt/gvaZiEb - MAS News bengali

শেষবেলায় এভিন লুইস ঝড়, IPL-এ প্রথম জয় লখনউয়ের https://ift.tt/gvaZiEb

Chennai Super Kings দলের কাছে চলতি IPL টুর্নামেন্ট খুব একটা ভালো যাচ্ছে না। পরপর দুটো ম্যাচেই তাদের হারের স্বাদ গ্রহণ করতে হল। ২১০ রান করেও যে ধোনিদের এভাবে হারতে হবে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ৩ বল বাকি থাকতেই লখনউ সুপার জায়ান্টস ২১১ রান করে ফেলে। লখনউয়ের হয়ে কুইন্টন ডি কক ৬১ রান করেছেন। অন্যদিকে এভিন লুইস ২৩ বলে ৫৫ রানে অপরাজিত থেকেছেন। অভিজ্ঞ ওপেনার রবিন উথাপ্পা এবং শিবম দুবের চোখ ধাঁধানো ইনিংসের দৌলতে চেন্নাই ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান করেছে। শেষ ২ ওভারে লখনউয়ের জয়ের জন্য ৩৪ রান দরকার ছিল। অলরাউন্ডার শিবম দুবের হাতে বল তুলে দেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। কিন্তু, তাঁর এই সিদ্ধান্ত একেবারে লখনউয়ের পক্ষে চলে গেল। আয়ুশ বাদোনি প্রথম বলেই ডিপ ব্যাকওয়ার্ড লেগের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান। পরপর দুটো বল ওয়াইড হয়। এরপর এভিন লুই চতুর্থ এবং পঞ্চম বলে লাগাতার দুটো বাউন্ডারি হাঁকান এবং ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছেন। এই ওভার থেকে মোট ২৫ রান আসে। মুকেশ চৌধুরি শেষ ওভারের প্রথম দুটো হল ওয়াইড করেন। এরপর আয়ুশ ছক্কা হাঁকান। ২১১ রান তাড়া করতে নেমে অধিনায়ক কেএল রাহুল এবং উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক লখনউ সুপার জায়ান্টসের হয়ে শুরুটা বেশ ভালো করেন। রাহুল মুকেশ চৌধুরির ওভারে লাগাতার ছক্কা এবং চার হাঁকিয়েছেন। এরপর ডি কক চতুর্থ ওভারে তুষার দেশপাণ্ডের বলে তিনটে চার মারেন। ডি ককের বাউন্ডারির সঙ্গেই লখনউ ৪.৫ ওভারে ৫০ রান করে। ডোয়েন ব্রাভোর বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কুইন্টন ডি কক। পাওয়ার প্লে চলাকালীন লখনউ ৫৫ রান তুলেছিল। ডি কক ৩৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। রাহুল অল্পের জন্য নিজের হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। ইনিংসের ১১ ওভারের দ্বিতীয় বলে ডোয়েন প্রিটোরিয়াসের ডেলিভারিতে অম্বাতি রায়াডুর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রাহুল। ওপেনিং পার্টনারশিপে ডি ককের সঙ্গে তিনি ৯৯ রানের জুটি গড়ে তোলেন। রাহুল ২৬ বলে জোড়া বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। মণীশ পাণ্ডে (৫) বিশেষ কিছু করতে পারেননি। তুষার দেশপাণ্ডের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। এরপর প্রিটোরিয়াসের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডি কক। তিনি ৪৫ বলে ৬১ রান করেন এবং ৯ বাউন্ডারি হাঁকিয়েছেন। দীপক হুডা ৮ বলে ১৩ রান করেছেন। তাঁর উইকেটটি নেন ডোয়েন ব্রাভো। আর সেইসঙ্গে IPL ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারী হিসেবে নাম লেখালেন তিনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/kcgZu4p
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads