জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ, পুলিশের দ্বারস্থ সৌমেন্দু https://ift.tt/ElgaxT5 - MAS News bengali

জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ, পুলিশের দ্বারস্থ সৌমেন্দু https://ift.tt/ElgaxT5

ভুল গাওয়ার অভিযোগ। বিপাকে পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল () নেত্রী রিনা দাস (Rina Das)। তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন BJP নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বুধবার রাতে কাঁথি থানায় এফআইআর করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকার রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে৷ সৌমেন্দু বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে এই মেদিনীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷ বিপ্লবীদের আতুঁড়ঘর সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে উনি ভুল জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় সংগীতের অপমান এবং অবমাননা করেছেন৷ অপমানিত করেছেন মেদিনীপুরের মাটিকেও৷ তাই ওঁর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি৷" ঘটনার সূত্রপাত, মঙ্গলবার কেন্দ্রে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল মিছিল শেষে সভাও করে তৃণমূল নেতৃত্ব। আর সেই সভাতেই ঘটে গেল বিপত্তি। সভা শেষে রাজ্যের মন্ত্রী ও দলীয় জেলা নেতৃত্বের উপস্থিতিতেই ‘ভুল’ জাতীয় সঙ্গীত গাইলেন কাঁথি পুরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলার রিনা দাস! সেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও সিংহভাগ ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলার কাঁথির সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মঙ্গলবার কাঁথি শহরে মিছিল করে তৃণমূল।ভবতারিনী মন্দির প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শহর ঘুরে বড় ডাকঘরের সামনে মিছিল শেষ করে পথসভা করে তৃণমূল নেতৃত্ব। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে হাজির ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা। সেখানেই মাইক হাতে ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ ওঠে কাঁথি পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাসের বিরুদ্ধে। বস্তুত, তিনি শুধু কাউন্সিলর নন তিনি একটি স্কুলের পাশ্বশিক্ষিকাও! স্বভাবতই, শিক্ষিকা নিজেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় আসরে নামে BJP। তাদের হাজার হাজার শেয়ারে ফেসবুকে ভিডিয়োটি আরও ছড়িয়ে পড়ে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/0QK2gbD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads