রমজানের সূচনায় দেশবাসীকে সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা মমতার https://ift.tt/pDF0tfK - MAS News bengali

রমজানের সূচনায় দেশবাসীকে সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা মমতার https://ift.tt/pDF0tfK

রবিবার থেকে সূচনা হচ্ছে রমজান মাসের ()। পবিত্র উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ()। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ''পবিত্র রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি এই পবিত্র মাস যেন মানুষ দরিদ্রদের সেবায় আরও বেশি করে নিয়োজিত করে। দেশে যেন শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় থাকে।'' নরেন্দ্র মোদীর পাশাপাশি রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ()। একটি টুইটে তিনি লিখেছেন, ''রমজান মাসের সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আল্লাহ যেন সকলকে এই মাস উদযাপনে শক্তি ও দৃঢ়তা প্রদান করেন।'' একইসঙ্গে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনি লিখেছেন, ''পবিত্র রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা। রমজান অর্থাৎ ঈশ্বরের প্রতি আস্থা, পবিত্র জীবন এবং দরিদ্রের প্রতি সহমর্মিতা। প্রার্থনা করি এই রমজান সুখ, শান্তি এবং উন্নতি নিয়ে আসুক সকলের জীবনে।'' শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও ()। টুইটে তিনি লিখেছেন, ''রমজান মুবারক! প্রার্থনা করি এই পবিত্র মাস সকলের জন্য সুস্বাস্থ্য, শান্তি এবং উন্নতি বহন করে আনুক।'' ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানে বেশ কিছু নিয়ম নীতি পালন করে চলার রীতি আছে মুসলিম ধর্মে। এই বছর ২ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে রমজান মাস (Ramadan)। তবে ইসলাম অনুসারে চাঁদ দেখেই রমজান কবে থেকে শুরু তা নির্ধারিত হয়। সেই অনুযায়ী ৩ এপ্রিল অর্থাৎ রবিবার থেকে রমজান পালন শুরু হবে। ২৯-৩০ দিন পর্যন্ত চলে রমজান মাস। এই একমাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলাম অনুযায়ী, হজরত মহম্মদ যখন কুরান সৃ্ষ্টি করেন তখন থেকেই রমজান মাস পালন হয়। চাঁদ দেখা দেওয়ার পর শেষ হবে রমজান মাস, পালিত হবে ঈদ। প্রচণ্ড গ্রীষ্মে রমজান পালিত হয়। অ্যারাবিক ভাষায় রমজান কথাটি এসেছে রামিদা থেকে, যার অর্থ প্রচণ্ড গরম। রমজান মাস চলে ৭২০ ঘণ্টা ধরে, যা হল চার সপ্তাহ ২ দিন। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমকেই রমজান মাসে রোজা রাখতে হয়। ঈদের অর্থ ধৈর্য্য, ভক্তি, দয়া ও সহ্য় ক্ষমতার উদযাপন। নতুন জামাকাপড় পরে এই দিনটা পরিবারের সঙ্গে কাটান মুসলিমরা। এছাড়া ঈদের দিনে দরিদ্রদের খাদ্যদ্রব্য দান করারও রীতি রয়েছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/CRpaQeN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads