টমেটোর দোসর ক্যাপসিকাম, ₹100 পার দাম https://ift.tt/3FzBgqC - MAS News bengali

টমেটোর দোসর ক্যাপসিকাম, ₹100 পার দাম https://ift.tt/3FzBgqC

এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যাপসিকামের সঙ্গে বাঙালির সম্পর্ক অনেকটা অতিথির মতো। সবসময় না মাঝে মাঝে সে আসে। সবজির সঙ্গে সে আসর জমায় রান্নার স্বাদে। তবে টমেটোর ব্যাপারটা মোটেই তেমন না। সে আমবাঙালির ঘরের লোক। কিন্তু তার দাম 100 টাকা কেজি প্রতি হওয়ায় মাথায় হাত পড়েছে আমজনতার। 40 থেকে 50,60 হয়ে 80- 100 টমেটোর এই দাম দৌড়ে নাজেহাল মধ্যবিত্ত। তবে টমেটো ছাড়া অন্য সবজির দাম অবশ্য এখনও রয়েছে সস্তাই। ফুলকপি থেকে বাঁধাকপি, আলু দাম রয়েছে সাধ্যের মধ্যে। বাজারের বিক্রেতারা বলছেন, জোগানের তুলনায় বাজারে টমেটো কম থাকাতেই দাম বাড়ছে। তাঁদের দাবি, পাইকারি কিনছেন চড়া দরে, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। ক্রেতারা বলছেন, করতে এসে হিসেবের তুলনায় বেশি খরচ হয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক কলকাতায় বাজারের দর- মঙ্গলবারের পাইকারি বাজার বেগুনের দাম রয়েছে - 20 থেকে 35 টাকা প্রতি কেজি ফুলকপির দাম রয়েছে- 10 থেকে 20 টাকা প্রতি পিস বাঁধাকপি-এর দাম রয়েছে - 15 থেকে 25 টাকা প্রতি কেজি আলুর দাম রয়েছে - 13 থেকে 16 টাকা প্রতি কেজি টমেটো - 60 থেকে 75 টাকা প্রতি কেজি ক্যাপসিকাম - 65 থেকে 80 টাকা প্রতি কেজি পালং-এর দাম রয়েছে - 25 থেকে 30 টাকা প্রতি কেজি বুধবারে খুচরো বাজার আলু- 16 টাকা থেকে 20 টাকা প্রতি কেজি চন্দ্রমুখী আলু - 20 থেকে 22 টাকা প্রতি কেজি টমেটোর দাম - 100 টাকা প্রতি কেজি ক্যাপসিকাম - 90 থেকে 120 টাকা প্রতি কেজি পালং - 50 থেকে 65 টাকা ফুলকপি - 15 থেকে 30 টাকা প্রতি পিস বুধবারে মাছের দাম কাতলা মাছের দাম - 280 থেকে 350 টাকা প্রতি কেজি রুই মাছের দাম - 170 থেকে 200 টাকা প্রতি কেজি ট্যাংরা মাছের দাম - 180 থেকে 220 টাকা প্রতি কেজি তেলাপিয়া - 160 থেকে 200 টাকা প্রতি কেজি বুধবারে মাংসের দাম মাটনের দাম রয়েছে - 630 টাকা থেকে 700 টাকা প্রতি কেজি গোটা মুরগির দাম রয়েছে - 140-160 টাকা প্রতি কেজি চিকেনের দাম রয়েছে - 180 থেকে 210 টাকা প্রতি কেজি


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3HNMf1o
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads