Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oS81sp
মধ্যরাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ডালের গুদাম https://ift.tt/2ZnuDIA

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি গুদাম। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকার ১৬ নম্বর আরিফ রোডে। সূত্রের খবর, বুধবার ভোরে সংশ্লিষ্ট এলাকার একটি খাদ্য শস্যের গুদামের প্রসেসিং ইউনিটে আগুন লাগে। গুদামটিতে ভর্তি ছিল ডাল, আটা এবং বেসন। কালো ধোঁয়া নির্গত হতে শুরু করে ওই গুদাম থেকে। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন এলাকাবাসী। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এই আগুন। একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুনে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে পাশের গুদামগুলিতেও। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলের আরও সাতটি ইঞ্জিন ঘটানস্থলে পৌঁছয়। শেষমেশ ১২টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী জানাচ্ছেন, এদিন আচমকাই তাঁরা একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এরপরেই আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। প্রাথমিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে লাগল এই আগুন তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এদিকে, এই গুদামের পাশেই অবস্থিত দাসপাড়া বস্তি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়বে কিনা, তা নিয়ে ভয় ছিল। দাসপাড়া বস্তিতে বহু মানুষের বসবাস। ফলে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারত বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু, পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল। অন্যদিকে, সংকীর্ণ রাস্তার দরুন গুদাম পর্যন্ত পৌঁছতে বিস্তর বিগ পেতে হয় দমকলের কর্মীদের। গুদামের মধ্যে কোনও দাহ্য পদার্থ রাখা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দাসপাড়া বস্তির বহু মানুষের রুটিরুজি নির্ভর করে ডাল এবং বেসন তৈরির উপর। গুদামঘরে আগুন লাগায় বহু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এর প্রভাব পড়তে পারে সেখানে কর্মরতদের উপরেও। উল্লেখ্য, শনিবার ভয়াবহ আগুন লাগে সল্টলেকের লালবাড়িতে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কলকাতারআরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oS81sp
Previous article
Next article
Leave Comments
Post a Comment